রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ১১:১৬:২২

গেইলের সঙ্গে ব্যাটিংয়ে নেমে খুশিতে আত্মহারা বাংলাদেশি খেলোয়াড়

গেইলের সঙ্গে ব্যাটিংয়ে নেমে খুশিতে আত্মহারা বাংলাদেশি খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক: বিপিএল তৃতীয় আসরে চার ম্যাচ একসঙ্গে খেলেছেন ক্রিস গেইল ও সাব্বির রহমান। তিনবার গেইলের সঙ্গে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেল দেশীয় বয় সাব্বির। কিন্তু ‘আত্মবিশ্বাস’ না থাকায় ব্যাটিংয়ে নামেননি তিনি। তবে শনিবার ঠিকই নেমে গেলেন। ‘বাঁচা-মরার’ ম্যাচে নিজেকে তিনে উঠিয়ে নিয়ে এসে গেইলের সঙ্গে ব্যাটিং করার শখ পূরণ করলেন সাব্বির! শখ পূরণের পাশাপাশি গেইলের মতোই ব্যাটিং করলেন। গেইলের সঙ্গে নেমে সেখানে সাব্বিরের রান ছিল ৪১ রান। তিনটি চার ও তিন ছয় এসেছিল তার ব্যাট থেকে। অবশ্য গেইলের চেয়ে বল বেশি খেলেছেন বাংলাদেশের তারকা। গেইলের সঙ্গে ব্যাটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে সাব্বির রহমান বলেন, ‘গেইলের সঙ্গে ব্যাটিং আসলে খুবই আনন্দদায়ক। সত্যি বলতে বলে বোঝানো যাবে না। ক্রিস গেইল যখন মারে তখন আমি দেখি যে ও কীভাবে মারে। আমি চেষ্টা করেছি ভালো খেলার। ক্রিস গেইল আমাকে অনেক উৎসাহ দিয়েছে। ক্রিজে এসে সে বলেছে, ‘তুমি থাক’। আমি যখন ১০ বলে ১ করেছি তখন সে আমাকে অনেক উৎসাহ জুগিয়েছে।’ গেইলের সঙ্গে ব্যাটিংয়ে নামার খুব ইচ্ছে থাকলে সাহসের অভাবে নামতে পারেনি সাব্বির রহমান। তবে শেষ পর্যন্ত হতাশা আর আত্মবিশ্বাসকে চাঙ্গা করে নিজ থেকে নেমে গেলেন ব্যাটিংয়ে। বলেন, ‘আগেই চাচ্ছিলাম তিনে ব্যাটিং করি। কিন্তু নিজের আত্মবিশ্বাস না থাকায় দল অন্যদের চাচ্ছিল। আজ নিজে জোর করে চেয়েছি। একটা ব্যাটসম্যানের খারাপ সময় যায়। আমিও চেষ্টা করেছি, নিয়মিত অনুশীলন করেছি। কখনো বিশ্রাম নেইনি। নিজের ব্যাটিং আরো ভালো করার চেষ্টা করছি। ’ ১৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে