রবিবার, ১৭ মার্চ, ২০১৯, ১২:৫৭:০১

যাকে বউ হিসেবে বেছে নিলেন সাব্বির

যাকে বউ হিসেবে বেছে নিলেন সাব্বির

স্পোর্টস ডেস্ক: শৃঙ্খলাভঙ্গের কারণে গত বছরের সেপ্টেম্বরে ছয় মাসের জন্য সাব্বির রহমানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন জাতীয় দলে। ব্যাটেও পাচ্ছেন রান।

শুধু ব্যাটিংয়ে নয়, সঙ্গে বোলিংয়েও জ্বলে উঠেছেন সাব্বির রহমান।এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশ জাতীয় হার্ডহিটার সাব্বির রহমান।একেবারেই ঘরোয়া পরিবেশে সম্প্রতি সাব্বির রহমান সেড়ে ফেলেন আকদ।

দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অর্পার সঙ্গে এই আকদ অনুষ্ঠিত হয়।একটি গণমাধ্যমের তথ্যনুযায়ী জানা যায়, সাব্বিরের স্ত্রী ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন।নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে আগেই দেশে ফিরেছেন সাব্বির। এরই মধ্যে ক্রাইস্টচার্চ ঘটনার পর টেস্ট দলের সদস্যরাও দেশে ফিরেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে