 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
স্পোর্টস ডেস্ক : ১২৮ বছরের রেকর্ড ভেঙ্গে বিশ্বরেকর্ড করলো আয়ারল্যান্ড! নিজেদের বোম্বে দুটি ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলতে নেমেছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান। কিছুদিন আগে টেস্ট স্ট্যাটাস পেয়ে এই নতুন দুই দল ভারতের দেরাদুনে খেলতে নেমেছে। ম্যাচের তৃতীয় দিন শেষে জয়ের পথে রয়েছে আফগানিস্থান। তবে দলের খারাপ অবস্থার মধ্যেও দারুন একটি লোকের করেছেন আয়ারল্যান্ডের ক্রিকেটার টিম মুরতাঘ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে দুই ইনিংসেই ২৫ রানের বেশি রান করেছেন তিনি। এতেই ১২৮ বছরের রেকর্ড ভেঙ্গে বিশ্বরেকর্ড গড়লেন টিম মুরতাঘ।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের সবকয়টি উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। ম্যাচ জিততে হলে এখন আর মাত্র ১১৮ রান করছে তাদের আফগানিস্তানের।
প্রথম ইনিংসে অপরাজিত ৫৪ রান করা মুরতাঘ আইরিশদের দ্বিতীয় ইনিংসে করেছেন ২৭ রান, যা তাকে টেস্ট ক্রিকেটের ১২৮ বছরের ইতিহাসের রেকর্ডে জায়গা করে দিয়েছে।
হাতে দু’দিন থাকায় মাত্র বাকি ১১৮ রান করা আফগানদের জন্য কঠিন কাজ হওয়ার কথা নয়। ফলে এই টেস্টে নাটকীয় কিছু না ঘটলে আফগানরাই জিততে চলেছে।
টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দুই দলের এটি মাত্র দ্বিতীয় টেস্ট ম্যাচ। গত বছর ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে আফগানিস্তানের। ওই ম্যাচে ইনিংস আর ২৬২ রানে হেরে যায় আফগানরা। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট খেলে আয়ারল্যান্ড, যে ম্যাচে তারা ৫ উইকেটে হেরে যায়।