রবিবার, ৩১ মার্চ, ২০১৯, ০৬:৩৭:৩২

ওয়ার্নার-বেয়ারস্টোর সেঞ্চুরিতে আইপিএলে নতুন রেকর্ড

ওয়ার্নার-বেয়ারস্টোর সেঞ্চুরিতে আইপিএলে নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলতি আসরে প্রথম সেঞ্চুরি করেন রাজস্থানের উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু সামসন। এরপর শনিবার ৯৯ রান করে আউট হন পৃথ্বী শ। এক রানের জন্য সেঞ্চুরি পুরো করতে পারেনি দিল্লীর এই ব্যাটসম্যান।

রোববারে এসে এক ইনিংসে একই দলের জোড়া সেঞ্চুরি করলেন বেয়ারস্টো এবং ওয়ার্নার। নাম লেখালেন দারুণ দুই রেকর্ডে। তাদের ব্যাটে ভর করে দুই উইকেট হারিয়ে ২৩১ রানের বড় সংগ্রহ পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

ওপেনিং জুটিতে ওয়ার্নার-বেয়ারস্টো মিলে তুলেছেন ১৮৫ রান। আইপিএলে যা ওপেনিংয়ে সর্বোচ্চ জুটির রেকর্ড। এর আগে ২০১৭ সালে গৌতম গম্ভীর ও ক্রিসে লিন ১৮৪ রানের জুটি গড়েন। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন অজি এবং ইংল্যান্ড ওপেনার মিলে।

দুর্দান্ত ছন্দে থাকা বেয়ারস্টো এ ম্যাচে খেলেন ৫৬ বলে ১১৪ রানের ইনিংস। তিনি ছক্কার মার মারেন সাতটি। তার ব্যাট থেকে চার দেখা যায় ১২টি। অপরপ্রান্তে থাকা ওপেনার ডেভিড ওয়ার্নারও খেলেন দুর্দান্ত ১০০ রানের এক ইনিংস। তিনি খেলেন ৫৫ বল। ছক্কা এবং চার মারেন পাঁচটি করে।

আইপিএলে এ নিয়ে দ্বিতীয়বার এক ইনিংসে দুই ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন। এরআগে বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স একই ইনিংসে সেঞ্চুরি করেন। এবার তাদেরই বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে দেখালেন ওয়ার্নার-বেয়ারেস্টো।

এই কীর্তি আছে আরও দুই জোড়া ব্যাটসম্যানের। বিপিএলের সর্বশেষ আসরে এক ইনিংসে রাইলি রুশো এবং অ্যালেক্স হেলস সেঞ্চুরি করেন। ২০১১ সালে মিডলসেক্সের হয়ে কেভিন ও'ব্রেইন এবং হামিশ মার্শাল করেন সেঞ্চুরি। এ নিয়ে টি-২০ ক্রিকেট এক ইনিংসে দুই সেঞ্চুরির চতুর্থ ঘটনা ঘটল। আসরের প্রথম সেঞ্চুরি করেন রাজস্থানের উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু সামসন। এরপর শনিবার ৯৯ রান করে আউট হন পৃথ্বী শ। রোববারে এসে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি করলেন বেয়ারস্টো এবং ওয়ার্নার। 

নাম লেখালেন দারুণ দুই রেকর্ডে। তাদের ব্যাটে ভর করে দুই উইকেট হারিয়ে ২৩১ রানের বড় সংগ্রহ পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ওপেনিং জুটিতে ওয়ার্নার-বেয়ারস্টো মিলে তুলেছেন ১৮৫ রান।

আইপিএলে যা ওপেনিংয়ে সর্বোচ্চ জুটির রেকর্ড। এর আগে ২০১৭ সালে গৌতম গম্ভীর ও ক্রিসে লিন ১৮৪ রানের জুটি গড়েন। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন অজি এবং ইংল্যান্ড ওপেনার মিলে।

দুর্দান্ত ছন্দে থাকা বেয়ারস্টো এ ম্যাচে খেলেন ৫৬ বলে ১১৪ রানের ইনিংস। তিনি ছক্কার মার মারেন সাতটি। তার ব্যাট থেকে চার দেখা যায় ১২টি। অপরপ্রান্তে থাকা ওপেনার ডেভিড ওয়ার্নারও খেলেন দুর্দান্ত ১০০ রানের এক ইনিংস। তিনি খেলেন ৫৫ বল। ছক্কা এবং চার মারেন পাঁচটি করে।

আইপিএলে এ নিয়ে দ্বিতীয়বার এক ইনিংসে দুই ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন। এরআগে বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স একই ইনিংসে সেঞ্চুরি করেন। এবার তাদেরই বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে দেখালেন ওয়ার্নার-বেয়ারেস্টো।

এই কীর্তি আছে আরও দুই জোড়া ব্যাটসম্যানের। বিপিএলের সর্বশেষ আসরে এক ইনিংসে রাইলি রুশো এবং অ্যালেক্স হেলস সেঞ্চুরি করেন। ২০১১ সালে মিডলসেক্সের হয়ে কেভিন ও'ব্রেইন এবং হামিশ মার্শাল করেন সেঞ্চুরি। এ নিয়ে টি-২০ ক্রিকেট এক ইনিংসে দুই সেঞ্চুরির চতুর্থ ঘটনা ঘটল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে