সোমবার, ০১ এপ্রিল, ২০১৯, ০৭:১১:২২

দেশে ফিরে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে যা বললেন মোশাররফ রুবেল

দেশে ফিরে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে যা বললেন মোশাররফ রুবেল

স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মস্তিষ্কের টিউমার অপসারণ করিয়ে মোশাররফ হোসেন রুবেল দেশে ফিরেছেন শনিবার। সোমবার এসেছিলেন বিসিবি কার্যালয়ে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচ চলায় দেখা হয়ে যায় সতীর্থদের সঙ্গেও। এসময় বেশ হাসিখুশি দেখা গেলেও কথায় ছিল জড়তা। বারবার কণ্ঠ আটকে আসলেও সবাইকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি এ ক্রিকেটার।

তিনি বলেন, ‘মানুষের এত ভালোবাসা পাব, এত সাড়া পাব ভাবিনি। প্রতি মুহূর্তে খবর নিয়েছে সবাই। কথা বলতে একটু সমস্যা হচ্ছে, হাসপাতালে আমাকে দেখতে অর্থমন্ত্রী, গণপূর্ত মন্ত্রী, বিসিবি সভাপতি এসেছিলেন। সাকিব, মাশরাফি, তামিম খবর নিয়েছে। এত ভালোবাসা পাব, চিন্তা করিনি। দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ।’

অস্ত্রোপচার সফল হলেও মোশাররফ রুবেলকে আবারও সিঙ্গাপুর যেতে হবে কিছুদিন পর। টিউমারের জীবাণু পুরোপুরি নির্মূল করতে নিতে হবে রেডিওথেরাপি ও কেমোথেরাপি। আপাতত স্বস্তির খবর, বায়োপসি রিপোর্ট অনুযায়ী টিউমারটা ক্যানসারে রূপ নেয়নি। মাত্র ১২ দিনের মধ্যে টিউমারটা গ্রেড এক থেকে গ্রেড তিনে চলে যায়। দ্রুত অস্ত্রোপচার করা না গেলে ক্যান্সারের শঙ্কায় পড়ে যেতেন তিনি।

টিউমারের অস্ত্রোপচারেই প্রায় ৩৫ লাখ টাকা খরচ হয়ে গেছে মোশাররফের। অত্যাধুনিক ও অত্যন্ত ব্যয়বহুল থেরাপিতে লাগবে আরও ৫০ থেকে ৬০ লাখ টাকা। ৩৭ বছর বয়সী মোশাররফের পাশে দাঁড়িয়েছেন বিসিবিসহ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

অস্ত্রোপচারের পর সিঙ্গাপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেখা করেছেন মোশাররফের সঙ্গে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরীসহ ক্রিকেটাররা নিয়মিত খোঁজখবর ও সহায়তা করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে