সোমবার, ০১ এপ্রিল, ২০১৯, ০৯:৩৯:৫২

বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশের বিশেষ নিরাপত্তার দাবি

বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশের বিশেষ নিরাপত্তার দাবি

স্পোর্টস ডেস্ক : বিমানবন্দর থেকে রাস্তা ফাঁকা করে বিদেশি দলকে হোটেল পর্যন্ত নিয়ে আসা শুধু বাংলাদেশেই কল্পনা করা যায়। উপমহাদেশের অন্য দেশগুলোতেও পরিস্থিতিবিশেষে বাড়তি নিরাপত্তা পায় সফরকারী দলগুলো। 

তবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দেশে এই দৃশ্য অকল্পনীয়। সেখানে নিরাপত্তা বলতে টিম হোটেলের নিরাপত্তারক্ষীদের মৃদু জিজ্ঞাসাবাদ। অনেক সময় সেটিও নয়। তবে এখন থেকে ওই সব দেশে দল পাঠিয়েও আর নামমাত্র নিরাপত্তায় সন্তুষ্ট থাকবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

খেলোয়াড়দের জন্য চাওয়া হবে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। আসন্ন আয়ারল্যান্ড সফর এবং তার পরপরই ইংল্যান্ড বিশ্বকাপের জন্য এর মধ্যেই চাওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী কাল একথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘ক্রাইস্টচার্চের ঘটনার পর যেকোনো সফরের জন্যই, বিশেষ করে দ্বিপক্ষীয় সফর যেগুলো বোর্ডের ব্যবস্থাপনায় হয়, এগুলো নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে কথাবার্তা হচ্ছে। আয়ারল্যান্ডে সফর আছে, এরপর আমরা ইংল্যান্ডে যাচ্ছি। বিশ্বকাপের আগে পাঁচ–ছয় দিনের একটা ক্যাম্প করব ইংল্যান্ডে। এই দুই সফরের নিরাপত্তা নিয়েই আমরা আয়ারল্যান্ড বোর্ড ও আইসিসির সঙ্গে যোগাযোগ করেছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে