সোমবার, ০১ এপ্রিল, ২০১৯, ১০:২০:৩৩

হুটহাট করে এমন করলে পরিণতি ভালো হবে না : শহীদ আফ্রিদি

হুটহাট করে এমন করলে পরিণতি ভালো হবে না : শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সেকেন্ড হোম ভেন্যু হিসেবে পরিচিত সংযুক্ত আরব-আমিরাতে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারুণ্য নির্ভর পাকিস্তান ক্রিকেট দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান।

নিজের দলের এমন বাজে পারফরম্যান্সে হতাশ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা। শহীদ আফ্রিদি নিজের অফিসিয়াল টুইটার পেজে দলের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

আফ্রিদির মতে, হুটহাট করে যে কাউকে জাতীয় দলে অভিষেক করানো উচিত নয়। হুটহাট করে এমনটা করলে পরিণতি ভালো হবে না।

সোমবার বিকালে দেয়া এক টুইটবার্তায় আফ্রিদি বলেন, ‘আমার ক্রিকেট অভিজ্ঞতা বলে জাতীয় দলে খেলার আগে মিনিমান তিন থেকে চার বছর ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। তাহলে জাতীয় দলে এসে সেরাটা দিতে পারবে।’

আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমার বিশ্বাস পাকিস্তান বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে এবং প্রত্যাশিত ক্রিকেট খেলবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে