বৃহস্পতিবার, ০২ মে, ২০১৯, ১২:১৬:৫৭

বিশ্বের সবচেয়ে দামি গাড়িটি কিনে নিলেন রোনালদো

বিশ্বের সবচেয়ে দামি গাড়িটি কিনে নিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর বাড়ি-গাড়িপ্রীতির কথা ফুটবলপ্রেমীদের কাছে নতুন কিছুই নয়। বিলাসবহুল বাড়ি ও অত্যাধুনিক গাড়ির প্রতি পর্তুগিজ সুপারস্টারের টানটা বহু পুরনো। 

আবারও গাড়ির প্রতি নিজের ভালোবাসার প্রমাণ দিলেন জুভেন্টাসের এই পর্তুগিজ তারকা। এবার পর্তুগালের তারকা ফরোয়ার্ডের গ্যারেজে যুক্ত হয়েছে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক রিপোর্ট থেকে জানা গেছে, ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্রান্সের বিখ্যাত গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান বুগাত্তির ‘লা ভোইতুরে নইর’ মডেলের গাড়ি কিনেছেন। যেটি এখন পর্যন্ত তৈরি হওয়া বিশ্বের সবচেয়ে দামি গাড়ি।

রোনালদোর নতুন গাড়িটি ফ্রান্সের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বুগাত্তির ‘লা ভোইতুরে নইর’ মডেলের। গাড়ি কেনার জন্য রোনালদোকে গুনতে হয়েছে ১১ মিলিয়ন ইউরো অর্থাৎ ৯.৪৯ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০৪ কোটি টাকা।

রোনালদোর গাড়িটি ঘণ্টায় ২৬০ মাইল পর্যন্ত স্পিড তুলতে সক্ষম। বুগাত্তি টাইপ ৫৭ এসসি আটলান্টিক মডেলের অনুকরণ করে বানানো এটি চতুর্থ গাড়ি। এর আগের তিনটি গাড়ি ১৯৩৬ ও ১৯৩৮ সালের মধ্যে নির্মাণ করা হয়েছে। এতে ‘৮.০ লিটার টার্বোচার্জড ডব্লিউ১৬’ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

২০১৯ সালে জেনেভা মোটর শোতে বুগাত্তির গাড়িটি প্রথম প্রদর্শন করা হয়েছিল। ফরাসি গাড়ি উৎপাদনকারী কোম্পানিটির ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিলাসবহুল সুপারকারটির একটি মাত্র প্রোটোটাইপ নির্মাণ করা হয়। এবার সেটাই কিনে নিয়েছেন রোনালদো।

গাড়ির মালিকানা পেলেও এখনই অবশ্য চালানোর অনুমতি পাচ্ছেন না রোনালদো। কারণ এখনো গাড়িটির কিছু কাজ বাকি আছে। ২০২১ সালে গাড়িটির সম্পূর্ণ মালিকানা বুঝে পাবেন তিনি। এরপর এই গাড়িটি রাস্তায় নামাতে পারবেন রোনালদো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে