মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৭:০৬:৪০

বিপিএলের শেষবেলার ক্রিকেটপ্রেমীদের অভিযোগ

বিপিএলের শেষবেলার ক্রিকেটপ্রেমীদের  অভিযোগ

স্পোর্টস ডেস্ক: আজ পর্দা নামছে কোটি ভক্তদের, কোটি টাকার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর তৃতীয় আসরের। আজ ফাইনাল ম্যাচ দিয়ে আসরকে বিদায় জানাতে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট ডেস্টয়িামে মাঠে নেমেছে কুমিল্লার এবং বরিশাল বুসল। তাই শিরোপা লড়াইয়ের এ বিগ ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে উপড়ে পড়ার কথা হাজারেও ক্রিকেটপ্রেমীরা। কিন্তু খেলার দেখার আগ্রহ আছে অনেকের। আগ্রহ থাকলে কি হবে। টিকেট তো নাই। ব্যাংকে গিয়ে অনেকে টিকেট না পেয়ে স্টেডিয়াম এলাকায় এসেছেন ব্লাকে টিকেট কেনার আশায়। কিন্তু অনেকের পক্ষে সেটিও সম্ভব হয়নি। কারণ, সেখানে চারশ টাকার টিকিট ১২শ টাকা, আর ছয়শ টাকার টিকিটের দাম হাঁকাচ্ছে ১৫শ টাকা করে! অনেকে চড়া দাম দিয়ে টিকেট কিনে মাঠে প্রবেশ করলেও অনেককে ভগ্ন হৃদয় নিয়ে ফিরে যেতে হয়েছে। মাশরাফি-মাহমুদুল্লাহ রিয়াদের এ লড়াই দেখতে আসা ইমরান নামের ঢাকা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, সোমবার ব্যাংকে টিকেটের জন্য গেলে বাংক থেকে জানানো হয় মঙ্গলবার টিকেট দিবে। কিন্তু পরে স্টেডিয়ামে গিয়ে ৩০০ টাকার টিকেট ব্লাকে ৬০০ টাকা দিয়ে কিনি। আজ খেলা দেখতে এসে দেখছি সে টিকেট ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। মাঠে চলছে শিরোপা জয়ের লড়াই। চড়া দাম দিয়ে টিকেট কিনে মাঠে দুই দলের কোটি সমর্থক। এখন বাকি শুধু লড়াইয়ের। সেই লড়াইয়ে দেখা মিলবে বিপিএল তৃতীয় আসরের নতুন চ্যাম্পিয়নের। ১৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে