জমে উঠেছে ফাইনাল ম্যাচ
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসরের ফাইনাল ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৫৭ রানের টার্গেট দিয়েছ বরিশাল বুলস।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ১৮ ওভারে ১৩৪রান। উইকেট পড়েছে ৪ টি।
জয় পেতে দুই দললে প্রাণপন লড়াই করতে দেখা যাচ্ছে।
ব্যাটিংয়ে আছেন মাশরাফি ও অলক কাপালি
বরিশালের দেয়া টার্গেটে খেলতে নেমে শুরুতেই মারকুটে ব্যাটিং শুরু করেন ইমরুল কায়েস। আর তাকে সঙ্গ দেন লিটন দাস। কিন্তু লিটন দাস গুরুত্বপূর্ণ ম্যাচটিতেও নিজের নামের সুবিচার করতে পারেননি। মাত্র ৬ বলে ৩ রান করে সাজ ঘরে ফিরেন তিনি। এর পর পাকিস্তানি ব্যাটসম্যান শেহজাদকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন ইমরুল। দুজন মিলে দলকে ভালো এগিয়ে নিয়ে যান। কিন্তু ব্যাক্তিগত ৩০ রান করে ক্যাচ আউট হয়ে লিটনের দেখানো পথে পা বাড়ান শেহজাদ। এর পর আর বেশিক্ষণ টিকতে পারলেন না ইমরুল ও।
তবে মাঠ ছাড়ার আগে ব্যাক্তিগত ৩৭ বল খেলে ৫৩ রানের ঝকঝকে ইনিংস খেলে মাঠ ছাড়েন ইমরুল।
বরিশার বুলস স্কোয়াড: মেহেদী মারুফ, সেকুগে প্রসন্ন, সাব্বির রহমান, শাহরিয়ার নাফিস, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), রায়াদ এমরিত, কেভিন কুপার, রনি তালুকদার (উইকেটরক্ষক), আল-আমিন হোসেন, নাদিফ চৌধুরী, মোহাম্মদ সামি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড: ইমরুল কায়েস, লিটন দাস (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ড্যারেন স্টিভেন্স, আসহার জাইদি, আহমেদ শেহজাদ, অলোক কাপালি, শুভাগত হোম, আবু হায়দার রনি, নাইম ইসলাম জুনিয়র, নুয়ান কুলাসেকারা।
১৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর