বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ১০:৫৭:২৬

দেশে ফিরে বিপিএল নিয়ে একি দুর্নাম ছড়ালো পাকিস্তানের ক্রিকেটাররা!

দেশে ফিরে বিপিএল নিয়ে একি দুর্নাম ছড়ালো পাকিস্তানের ক্রিকেটাররা!

স্পোর্টস ডেস্ক : প্রায় অর্ধশত পাকিস্তানি ক্রিকেটার বিপিএল খেলতে আসেন বাংলাদেশে। পাকিস্তানের বড় তারকাদের মধ্যে আফ্রিদি, মিসবাহ, কামরান আকমল, ওয়াহাব রিয়াজ, শেহজাদ ও ইয়াসির বিপিএল আসরে বিভিন্ন দলে খেলেন। প্রায় সবাই দেশে চলে গেছেন তারা। দেশের মাটিতে নেমে বিপিএল নিয়ে বিরুপ মন্তব্য করেন তারা। পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক বলেন, অনেক ম্যাচেই মাঠে নামানো হয়নি। বার বার সাউড বেঞ্চে বসে থাকতে ভালো লাগেনি। বিপিএল নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। তাদের ম্যানেজমেন্ট ও কোচ জানত তাদের দলের কি প্রয়োজন ছিল। পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান কামরান আকমল চট্টগ্রাম ভাইকিংস কর্তৃপক্ষের কাছে বলেছিলেন যে, তিনি তামিমের সাথে ওপেনার হিসাবে মাঠে নামতে চান। কিন্তু তাকে এই সুযোগ দেয়া হয়নি। দেশে ফিরে মিডিয়ার কাছে এ জন্য মন খারাপ করেন তিনি। আকমল নিজ দেশের মিডিয়াকে বলেন, আমি টাকার জন্য খেলতে যাইনি। ভালো খেলতে গিয়েছিলাম কিন্তু অনেকটাই মাঠের বাইরে ছিলাম। বেশি খারাপ মন্তব্য করে বসেন ওয়াহাব রিয়াজ। তিনি বলেন বিপিএল খেলতে না গিয়ে লাহোরে র‌্যাম্পে হাঁটাও ভালো ছিল। সেখানে গিয়ে কেবল সময় নষ্ট করেছি। প্রসঙ্গত, বিপিএলে সবচেয়ে বিদেশি ক্রিকেটার আসে পাকিস্তান থেকে। বাজে ক্রিকেটের কারণে মালিকপক্ষ অনেক সময় মাঠের বাইরে রেখেছে তাদের। সবাই না হলেও এই ৩ জন ক্রিকেটার যে মন্তব্য করেছে সেটা অবশ্য খুবই আপত্বিকর। কাকে মাঠে নামানো হবে আর কাকে বসিয়ে রাখা হবে এটা দল মালিকদের একান্ত বিষয়। তাই পাক ক্রিকেটারদের মন্তব্য অবশ্যই আমলে নেয়ার মত একটি বিষয়। ১৫ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে