শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫৮:৫৩

হ্যামিল্টনে বৃষ্টিমাখা দিনটি কেমন কাটছে লংকানদের?

হ্যামিল্টনে বৃষ্টিমাখা দিনটি কেমন কাটছে লংকানদের?

স্পোর্টস ডেস্ক : প্রথম দিনটি শ্রীলংকানদের তা পুরোপুরি বলা যাচ্ছে না। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে যে তাদের চলে গেছে সাত উইকেট। স্কোরবোর্ডে উঠেছে ২৬৪ রান। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে সুবিধাজনক অবস্থায় থাকার কথা ছিল শ্রীলংকার। কিন্তু শেষবেলার ধাক্কায় বাড়তি সুবিধাটা পাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড। সেডন পার্কের পিচ বরাবরই ব্যাটসম্যানদের জন্য ভয়ংকর। এখানে পেসারদের সামনে ঠিকঠাক দাঁড়াতেই পারে না ব্যাটসম্যানরা। আর এটা মাথায় রেখেই ব্রেন্ডন ম্যাককালাম খেলিয়েছেন চারজন পেসার। টস জিতে তার আগে ফিল্ডিং বেঁছে নেওয়ার কারণও এটাই। কিন্তু সবুজ পিচে এদিন কিউই পেসারদের সেরকম দাপট দেখা গেল না। তাই লংকান ওপেনারদের প্রথম ঘন্টা পার করতে কোন সমস্যা হয়নি। তবে এরপর লংকানদের আঘাত হানেন টিম সাউদি। মাত্র পাঁচ রানের মধ্যে তারা দুই উইকেট হারায়। নিজের পরপর দুই ওভারে সাউদি ফিরিয়ে দেন দিমুথ করুনারত্নে (১২) এবং কুশল মেন্ডিসকে (৩১)। দুই ওপেনারের বিদায়ের পর লংকান ইনিংসকে টানতে থাকেন জয়াসুন্দরা এবং দিনেশ চান্ডিমাল। তারা ৭১ রান যোগ করার পরই আবার ধাক্কা খায় লংকানরা। তিন ওভারের ব্যবধানে ফিরে যান জয়াসন্দুরা এবং চান্ডিমাল। ডগ ব্রেসওয়েলের বলে আউট হওয়ার আগে চান্ডিমাল ৫৬ বলে খেলেন ৪৭ রানের ইনিংস। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং মিলিন্দা শ্রীবর্ধনে কিউই বোলারদের উপর পাল্টা আক্রমণ চালান। ফলে ৬৩ ওভারে শ্রীলংকার স্কোর ২৫০ এ পৌঁছে যায়। কিন্তু এরপরই আসে আরেক ধাক্কা।মাত্র ২.১ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে শ্রীলংকা। ৪ উইকেটে ২৬৪ রান থেকে এক ঝটকায় ম্যাথিউজের দল পরিণত হয় সাত উইকেটে ২৬৪! তারপরই বৃষ্টি নামায় প্রথম দিনের খেলা আর এগোতে পারেনি। লংকানদের আশা-ভরসার প্রতীক হয়ে এখনও ক্রিজে আছেন ম্যাথিউজ ৬৩ রান নিয়ে। ১১১ বলে খেলা তার এই ইনিংসে ছিল পাঁচটি চার এবং তিনটি ছক্কা। শ্রীবর্ধনের ব্যাট থেকে এসেছে ৬২ রান ৮১ বলে। চার মেরেছেন পাঁচটি, ছক্কা তিনটি। বোল্ট ৪৩ এবং সাউদি ৫১ রানে নিয়েছেন দুটি করে উইকেট। ১৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে