বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯, ১০:১৭:৫৮

ভারতের পর আরেক 'ক্রিকেট মোড়ল' অস্ট্রেলিয়ার বিদায়

ভারতের পর আরেক 'ক্রিকেট মোড়ল' অস্ট্রেলিয়ার বিদায়

স্পোর্টস ডেস্ক : জেসন রয়ের আউটটা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে; আরও হবে। যে বলটা তার ব্যাট বা গ্লাভস কিছুতেই স্পর্শ করেনি, সেটা কীভাবে আউট হতে পারে তা আম্পায়ার কুমার ধর্মসেনাই জানেন। 

বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়ে যেভাবে রাগে গজগজ করে মাঠ ছাড়লেন ইংলিশ ওপেনার, তাতে তার জরিমানা এবং ডিমেরিট পয়েন্ট দুটোই জুটতে পারে। কিন্তু সবকিছুর পরেও এই মুহূর্তে জয়ের পথে আছে ইংল্যান্ড। 

ভারতের পর অপর 'ক্রিকেট মোড়ল' অস্ট্রেলিয়ার বিদায়ের ঘন্টা বেজে গেলে চলতি বিশ্বকাপে। ১০৫ বল বাকি রেখে ৮ উইকেটের বিশাল জয়ে অস্ট্রেলিয়াকে বিদায় করে ফাইনালে চলে গেল ইংল্যান্ড।

জেসন রয় ৬৫ বলে ৮৫ রান, জনি বেয়ারস্টো ৪২ বলে ৩৪ রান, জো রুট ৪৬ বলে ৪৯ রান ও অধিনায়ক মরগান ৩৯ বলে ৪৫ রান করেন। 

লিগ পর্বে পর পর ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাওয়া ইংল্যান্ড ২য় সেমিফাইনালে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। টস জিতে প্রথমে ব্যাটে নেমে ইংল্যান্ডের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া।

শুরুতেই ফিরে গেলেন দলের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। রানের খাতাই খুলতে পারলেন না ফিঞ্চ। ওয়ার্নার আউট হলেন ন'রান করে। উইকেট নিলেন ক্রিস ওকস ও জোফরা আর্চার। শেষ পর্যন্ত স্টিভ স্মিথ ১১৯ বলে ৮৫ রানের সুবাদে ২২৩ রান সংগ্রহ করে অস্ট্রিলিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে