শুক্রবার, ১২ জুলাই, ২০১৯, ০৯:১২:৫৮

আইসিসির এমন ভিডিও যেন ভারতের কাটা ঘায়ে লবণ ছিটিয়ে দিয়েছে!

 আইসিসির এমন ভিডিও যেন ভারতের কাটা ঘায়ে লবণ ছিটিয়ে দিয়েছে!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ থেকে ভারতের বিদায় নিয়ে তুলকালাম চলছে। ভারতীয় সমর্থকেরা তো এটা মেনেই নিতে পারছেন না। তার ওপর আইসিসির এমন ভিডিও যেন ভারতের কাটা ঘায়ে লবণ ছিটিয়ে দিয়েছে! গতকাল বুধবার রিজার্ভ ডে'র ম্যাচে মহেন্দ্র সিং ধোনির আউট হওয়ার সঙ্গে সঙ্গে জয়ের আশা শেষ হয়ে যায় ভারতের। ধোনির সেই রান-আউট নিয়ে একটি ভিডিও তৈরি করে সোশ্যাল সাইটে পোস্ট করে আইসিসি। সেই ভিডিও দেখেই বেজায় চটেছে ভারতীয় সমর্থকেরা।

প্রথম সেমিফাইনালে ২৩৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৮ রানে হারে ভারত। শেষ ২ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৩১ রান। ৫৯ বলে ৭৭ রান করে রবীন্দ্র জাদেজা আউট হলে ভাঙে ধোনির সঙ্গে তার ১১৬ রানের জুটি। ফার্গুসনের করা ৪৯তম ওভারের প্রথম বল সীমানার ওপারে পাঠিয়ে ভারতীয়দের আশা জাগিয়েছিলে মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ওভারের তৃতীয় বলে দুই রান নিতে গিয়ে মার্টিন গাপটিলের দুর্দান্ত এক থ্রোয়ে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ৭২ বলে ৫০ করা ধোনিকে। শেষ হয় ভারতের জয়ের আশা।

মহেন্দ্র সিং ধোনির এই আউট নিয়ে ম্যাচের এই টার্নিং পয়েন্টের গুরুত্ব বোঝাতেসামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে আইসিসি। ভিডিওটিতে আর্নল্ড শোয়ার্জনেগারের বিখ্যাত 'টার্মিনেটর' চলচ্চিত্রের আইডিয়া ব্যবহার করা হয়। ভিডিওর সঙ্গে আইসিসির 'হাস্তা লা ভিস্তা, ধোনি' ক্যাপশনে দেওয়া এবং মার্টিন গাপটিলকে শোয়ার্জনেগারের ভূমিকা দেওয়ায় ক্ষেপে যায় ভারতীয় সমর্থকেরা। তিন মোড়লের অন্যতম সদস্য হয়েও তারা আইসিসির মুণ্ডুপাত শুরু করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে