মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯, ১০:১৭:৪০

‘ক্যারিয়ার শেষে কোহলির নামের পাশে ৭৫-৮০টি ওয়ানডে সেঞ্চুরি লেখা থাকবে’

‘ক্যারিয়ার শেষে কোহলির নামের পাশে ৭৫-৮০টি ওয়ানডে সেঞ্চুরি লেখা থাকবে’

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে একের পর এক তান্ডব হাকাতে প্রস্তুত থাকেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে এবার বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন প্রথিতযশা ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর।

তিনি বলেন, ‘১১ ইনিংস বিরতির পর আবার স্বাভাবিক অবস্থায় ফেরা গেল! বিরাট কোহলির আরেকটি আন্তর্জাতিক সেঞ্চুরি!’ তারপরই এলো সেই ভবিষ্যদ্বাণী, ‘আমার পূর্বানুমান, কোহলি ওয়ানডেতে ৭৫-৮০টি সেঞ্চুরি করবে।’

অবশ্য এমন নয় যে, মাঝের সময়টায় কোহলি ফর্মে ছিলেন না। মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাঁচিতে সর্বশেষ সেঞ্চুরি, তারপরের ১১ ইনিংসে কিন্তু পাঁচটি ফিফটি ছিল কোহলির ব্যাটে। পাঁচটিই বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে। সেঞ্চুরি-খরা কাটার পর এখন কোহলির সামনে শচীন টেন্ডুলকারকে ছোঁয়ার হাতছানি।

উল্লেখ্য, ভারতের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি হিসেবেই পরিচিত ওয়াসিম জাফর। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৭টি সেঞ্চুরি ও ১৯ হাজার রানের মালিক তিনি। রঞ্জি ট্রফিতে রান মেশিনের তকমা পাওয়া ওয়াসিম জাফরকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। এক বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে