বুধবার, ১৪ আগস্ট, ২০১৯, ০১:১৮:৪৬

গোটা পাকিস্তান কাশ্মীরিদের পাশে আছে : সরফরাজ আহমেদ

গোটা পাকিস্তান কাশ্মীরিদের পাশে আছে : সরফরাজ আহমেদ

স্পোর্টস ডেস্ক : জম্মু-কাশ্মিরে ৩৭০ ইস্যুতে মুখ খুলে কার্যত নিজের দেশের সরকারের ভাষাতেই কথা বললেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদও। বোঝাতে চাইলেন কাশ্মীরবাসী খুব কষ্টে আছে। তাদের সাহায্যের প্রয়োজন।

সোমবার করাচিতে ঈদের নামাজ শেষে সরফরাজ বলেন, “কাশ্মীরিদের দুঃখ-দুর্দশা আমরা যেন একসঙ্গে ভাগ করে নিতে পারি। আর এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সর্বশক্তিমান আল্লাহ যেন তাদের সাহায্য করেন, সেই প্রার্থনাই করি।” 

তবে, কাশ্মীরবাসীর কোন দুঃখ দুর্দশার কথা বলছেন তা উল্লেখ করেননি সরফরাজ। এর আগে শাহিদ আফ্রিদিও ৩৭০ ধারা বিলোপের সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। তিনি টুইট করে বলেন, ভারত সরকারের এই সিদ্ধান্ত বিনা প্ররোচনায় মানবতার বিরুদ্ধে সংঘঠিত অপরাধ। এই প্রসঙ্গে জাতিসংঘের নীরবতাকেও প্রশ্নের মুখে দাঁড় করান পাক কিংবদন্তি।

উল্লেখ্য, ৩৭০ ধারা বিলোপের পর এখনও কাশ্মীর থেকে সে অর্থে বড় কোনও হিংসার খবর আসেনি। তবে বেশ কয়েকটি স্থানে ছোট বিক্ষোভ হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে