সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:৪৬:০৩

চট্টগ্রাম টেস্ট হারের পর বিশ্ব ক্রিকেটে দুটি লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ

চট্টগ্রাম টেস্ট হারের পর বিশ্ব ক্রিকেটে দুটি লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আফগানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট হারের ফলে লজ্জার এক রেকর্ড গড়েছে বাংলাদেশ। টেস্টে এখন পর্যন্ত কোন দলের সাথেই প্রথম ম্যাচে জিতেনি বাংলাদেশ। এবার আফগানিস্তানের বিপক্ষে সেই লজ্জার রেকর্ড ভাঙার আশা করেছিল অনেকেই। কিন্তু সবচেয়ে বড় লজ্জাটা এখানেই অপেক্ষা করছিল কে জানত।

অন্যটি হলো, বিশ্বের ইতিহাসে প্রথম দল হিসেবে ১০টি ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে টেস্ট হারা একমাত্র দল বাংলাদেশ। টেস্টে ১০টি ভিন্নি ভিন্ন দেশের বিপক্ষে হারের রেকর্ড বাংলাদেশ ছাড়া আর কোন দেশেরই নেই।

এর আগে, চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশের সামনে টার্গেট ছিল বিশাল। অন্যদিকে জয়ের স্বপ্ন দেখছিল আফগানিস্তান। কেননা তাদের প্রয়োজন ছিল মাত্র ৪ উইকেট। কিন্তু সকাল থেকেই বৃষ্টি। বৃষ্টির টানাটানিতে যখন খেলা শুরু হয় তখন মাত্র ১৮.৪ ওভার বাকি ম্যাচের। 

বিশাল লক্ষ্য তখন বাংলাদেশের জন্য ছোট হয়ে যায়। মাত্র এই কয়টা ওভার টিকে থাকলেই ম্যাচ ড্র। উইকেটে আছেন সাকিব আল হাসানের মত তারকা। সাথে আছেন সৌম্য সরকার। বাংলাদেশের ভক্তরা তাই ড্রয়ের স্বপ্নই দেখছিল। কিন্তু উল্টো এই ম্যাচে হেরে যায় বাংলাদেশ। আর হেরেই গড়ে লজ্জার এক রেকর্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে