বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৫৯:১৩

যদি ক্রিকেটার হতেই হয়, মাশরাফির মতো হবি : মিশুকে তার মা

যদি ক্রিকেটার হতেই হয়, মাশরাফির মতো হবি : মিশুকে তার মা

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে এই সিরিজ শুরু হবে। এই সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আর সেই দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী পেসার ইয়াসিন আরাফাত মিশু। যিনি কিনা এখন পর্যন্ত ৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৮টি উইকেট আর ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ১৩টি উইকেট শি'কার করেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটের একটি ম্যাচে ৪০ রানে ৮ উইকেট নিয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন মিশু। নির্বাচকদের নজর কেড়েছেন তাতেই। দলে জায়গা পেয়েছেন তিনি। এবার অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।

দলে জায়গা পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।’ সেই সঙ্গে জানিয়েছেন মায়ের সমর্থনের কারণেই তিনি ক্রিকেটে এতদূর আসতে পেরেছেন। তার মা বলেছিলেন, ‘যদি ক্রিকেটার হতেই হয়, মাশরাফির মতো হবি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে