রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২৭:০০

শেষ পর্যন্ত আফগানদের বিপক্ষে বাংলাদেশ দলে এক পরিবর্তন!

শেষ পর্যন্ত আফগানদের বিপক্ষে বাংলাদেশ দলে এক পরিবর্তন!

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত আফগানদের বিপক্ষে বাংলাদেশ দলে এক পরিবর্তন! বাংলাদেশের প্রথম সারির পেস বোলার আবু হায়দার রনিকে চলমান ত্রিদেশীয় সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিরিজে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের দলের জন্য তাকে নেওয়া হয়েছে স্কোয়াডে।

প্রসঙ্গত, রবিবার (১৫ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।

বাঁহাতি পেসার রনি জাতীয় দলের জার্সি গায়ে ২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যদিও দীর্ঘ সময় ধরে তিনি জাতীয় দলে নেই। ২০১৬ সালে অভিষিক্ত এই ক্রিকেটার গত বছরের ডিসেম্বরে খেলেছেন নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। রনি অন্তর্ভুক্ত হওয়ায় দ্বিতীয় ম্যাচের দলের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। এর আগে প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ দল রয়েছে ফুরফুরে মেজাজে। অবশ্য আফগানদের বিপক্ষে বাংলাদেশের লড়াই বেশ কঠিন হতে পারে। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে এই আফগানদের কাছেই টেস্ট হেরেছে টাইগাররা।

একনজরে দ্বিতীয় ম্যাচের সম্ভাব্য বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান,আবু হায়দার রনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে