মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১৭:৩৭

রশিদ খানের মতো এক লেগ স্পিনারের সন্ধান পেল বাংলাদেশ!

 রশিদ খানের মতো এক লেগ স্পিনারের সন্ধান পেল বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক : রশিদ খানের মতো এক লেগ স্পিনারের সন্ধান পেল বাংলাদেশ! টেস্টে হারার পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচেও বড় পরাজয়ের পর পরিবর্তনের ছড়াছড়ি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে। চট্টগ্রাম অনুষ্ঠিত দুই ম্যাচের জন্য দলে প্রথমবারের মত ডাক পেছেন লেগ স্পিনাদ আমিনুল ইসলাম বিপ্লবকে।

অনূর্ধ্ব-১৯ পর্যায়েও আমিনুল মূলত ছিলেন ব্যাটসম্যান, পাশাপাশি যিনি লেগ স্পিন করতে পারেন। গত ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপির হয়ে নজর কেড়েছিলেন মূলত ব্যাটিং দিয়েই। ৪৪০ রান করেছিলেন ৪০ গড়ে।

কিন্তু সম্প্রতি হাই পারফরম্যান্স স্কোয়াডে তার লেগ স্পিন দেখে মনে ধরে যায় সেখানকার কোচ সাইমন হেলমটের। নজরে ছিলেন জাতীয় নির্বাচকদেরও। কিছুদিন আগে খেলেছেন ‘এ’ দল ও ইমার্জিং দলে।

আফগানিস্তান ‘এ’ দলের হয়ে বিপক্ষে একদিনের ম্যাচের সিরিজের শেষ ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল ২০ ছুঁইছুঁই আমিনুলকে। ২২ রান করার পাশাপাশি নিয়েছিলেন ২ উইকেট। এরপর শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজে মূলত তাকে লেগ স্পিনার হিসেবেই খেলানো হয়। তিনটি একদিনের ম্যাচে নিয়েছিলেন তিন উইকেট।

এছাড়া আগামী দুই ম্যাচের জন্য টাইগার দলে জায়গা পেয়েছেন ওপেনার নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্ত। আর দলে ফিরেছেন দুই পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে