মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৩৪:৩৭

ভারতের বিপক্ষে পাঁচটি ওয়ানডে এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ!

 ভারতের বিপক্ষে  পাঁচটি ওয়ানডে এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে  পাঁচটি ওয়ানডে এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ! বর্তমানে দেশের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এই মাসেই আরও দুটি দেশের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ভারত যাবে পাঁচটি একদিনের ম্যাচ খেলতে। এবং মমিনুল হকের নেতৃত্বে আগামী ১৮ সেপ্টেম্বর (বুধবার) দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শ্রীলংকা যাবে বাংলাদেশ এ দল। নির্ভরযোগ্য সূত্রের খবর, চার দিনের ম্যাচ দুটিতে ‘এ’ দলের নেতৃত্ব দেবেন মুমিনুল হক। আর টি-টোয়েন্টির জন্য হয়ত পৃথক অধিনায়ক করা হবে।

তাইতো জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা আরো একবার সুযোগ পাচ্ছেন নিজেদেরকে প্রমাণ করা। নাজমুল হাসান শান্ত, আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন আর একবার। এই দুটি সিরিজের জন্য আজ কালকের মধ্যেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে