 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি বলেন, ‘মদিনার আদলে দেশ চালানোর সময় এসে গেছে। পাঞ্জাবের এই ঘটনার পর যেন র'ক্তের অশ্রু ঝড়ে পড়বে চোখ থেকে। পাঞ্জাব প্রদেশ সঠিকভাবে পরিচালনার জন্য আপনার দলের কি কোনও উপযুক্ত ব্যক্তি নেই? মদিনায় অনেক সময়ই অপরাধীদের মৃ'ত্যুদ'ণ্ড দেয়া হয়। এবার আমাদেরও সেই পথেই হাঁটা উচিত।’
এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কসুর জেলার চুনিয়া এলাকা থেকে সম্প্রতি হারিয়ে যায় চার নাবালিকা। প্রায় ৭০দিন পর তাদের তিনজনের মৃ'তদে'হ উদ্ধার করা হয়েছে। তবে এখনও একজনকে খুঁজে পাওয়া যায়নি।
আর এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। তবে তিনজন নাবালিকার মৃ'তদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের ডিএনএ টেস্ট করানো হবে।
এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কসুরে তিন শিশুকে ধর্ষ'ণ ও খু'নের ঘটনায় সারা দেশের মানুষ রাগে ফুঁ'সছেন। সেই ঘটনায় ধি'ক্কার জানিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।
সম্প্রতি টুইটবার্তায় আফ্রিদি আরও বলেছেন, ‘যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের প্রকাশ্যে মৃ'ত্যুদ'ণ্ড দেয়া উচিত। দৃষ্টা'ন্তমূলক শা'স্তি দিলে পরবর্তীতে এমন জঘন্য অপরাধ করার কেউ সাহস পাবে না।’ সূত্র: জি নিউজ