শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১০:২৩:৩২

সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ চারে হাফসেঞ্চুরি

সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ চারে হাফসেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল এরই মধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশ-আফগানিস্তান। আজ গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে এই দুইদল। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করে আফগানিস্তান।

১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ দল। মুজিবের বলে আফগানকে ক্যাচ দিয়ে ৪ রান করে ফিরেন লিটন। এরপর নভীনের বলে রশিদের হাতে ক্যাচ দিয়ে ৫ রান করে ফিরেন শান্ত। শান্তর বিদায়ের পর দলের হাল ধরেন সাকিব-মুশফিক।

কিন্তু সেই জুটিতে আঘাত হানেন করিম। তার বলে শফিকের হাতে ক্যাচ দিয়ে ২৬ রান করে ফিরেন মুশফিক। মুশফিকের পর রশিদ খানের বলে বোল্ড হয়ে ৬ রান করে ফিরেন মাহমুদউল্লাহ। নভীনের বলে গুরবাজের হাতে তালুবন্ধি হয়ে ১ রান করে ফিরেন সাব্বির।

অন্যদিকে দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৪ বলে ৭ চারে হাফসেঞ্চুরি করেন সাকিব। কিন্তু রশিদের বলে বোল্ড হয়ে ফিরেন আফিফ। তিনি ২ রান করে ফিরেন। মোসাদ্দেককে সঙ্গে নিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন সাকিব। ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। সাকিব ৭০ ও মোসাদ্দেক ১৯ রানে অপরাজিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে