রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৫৯:০৭

ভারতীয় অধিনায়ক কোহলিকে টপকে যাওয়ার সুযোগ মাহমুদউল্লাহর

ভারতীয় অধিনায়ক কোহলিকে টপকে যাওয়ার সুযোগ মাহমুদউল্লাহর

স্পোর্টস ডেস্ক : চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর। ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। আর এই ম্যাচে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে আর মাত্র ১০ রান করতে পারলেই এই ফরম্যাটে শের-ই বাংলায় সর্বোচ্চ রানের মালিক হবেন মাহমুদউল্লাহ। এতে করে তিনি টপকে যাবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৭২ রান করেন কোহলি। যা কিনা এই মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটে একজন ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। এই তালিকায় কোহলির পরেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি এই মাঠে ২১ ম্যাচ খেলে ৪৬৩ রান করেছেন।

এবার ১০ রান করতে পারলেই শেরে বাংলায় টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলিকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন মাহমুদউল্লাহ। ৩৭৫ রান নিয়ে এই তালিকায় তিনে মুশফিকুর রহিম এবং ৩৪৮ রান নিয়ে চার নম্বরে আছেন সাকিব আল হাসান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে