শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯, ০১:১২:৫৬

বাংলাদেশি কাউকে টি-টেন লিগ খেলার এনওসি দেওয়া হবে না : বিসিবি

বাংলাদেশি কাউকে টি-টেন লিগ খেলার এনওসি দেওয়া হবে না : বিসিবি

স্পোর্টস ডেস্ক: আগামী ১৪ নভেম্বর থেকে পর্দা উঠছে টি-টেন লিগের তৃতীয় আসরের। এবারের আসরে খেলার জন্য দল পেয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের হয়ে খেলবেন তারা।

সেই সাতজন হলেন- আরাফাত সানি, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকী, ইয়াসির আলী চৌধুরী ও মেহেদী হাসান। বাংলা টাইগার্সে তাদের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কেননা এই সাত ক্রিকেটারদের টি-টেন লিগে খেলার জন্য এনওসি বা অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জাতীয় লিগের খেলা বাদ দিয়ে কাউকে টি-টেন লিগ খেলার এনওসি দেওয়া হবে না। আমাদের মূল প্রেফারেন্স জাতীয় লিগ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে