শনিবার, ০২ নভেম্বর, ২০১৯, ০৮:৪২:৩৯

ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে বিসিসিআইকে একহাত নিলেন দিয়া মির্জা

ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে বিসিসিআইকে একহাত নিলেন দিয়া মির্জা

বিনোদন ডেস্ক : ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আর এই ম্যাচের সবচেয়ে বড় বাঁ'ধা হয়ে দাঁড়িয়েছে বায়ু দূ'ষ'ণ।

দিল্লির বায়ু দূ'ষ'ণের কারণে ম্যাচটি নিয়ে শ'ঙ্কা থাকলেও ম্যাচটি দিল্লিতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেয় বিসিসিআই। এর আগে ম্যাচটি দিল্লি থেকে সরি'য়ে নেওয়ার জন্য বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর কাছে আবেদন করে পরিবেশবাদীরা। 

তাদের মতে, দিল্লির দূ'ষি'ত বাতাসে তিন-চার ঘণ্টা খেলা চললে খেলোয়াড় ও দর্শকদের শরীরে প্রভা'ব পড়বে। কিন্তু ম্যাচটি দিল্লিতেই হবে বলে সাফ জানিয়ে দেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। 

এবার দিল্লিতে বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে আপ'ত্তি তুলেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। একই সঙ্গে বিসিসিআইকে এক'হা'ত নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেন, ‘এটা দু'র্বো'ধ্য যে দিল্লির একিউআই ৪১২ হওয়া সত্ত্বেও বিসিসিআই ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে এগি'য়ে যাচ্ছে। এই বি'প'দকে উপে'ক্ষা করা এবং দূ'ষ'ণের মু'খে নিজেদের ফেলে দেওয়ার জন্যই আজ আমাদের দ্রুত সমাধান কা'র্যকর করার ক্ষ'মতা খ'র্ব হচ্ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে