বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০১৯, ০৪:৫৩:৪৬

১ বছরেই অনূর্ধ্ব-১৯ থেকে জাতীয় দলে ৫ ক্রিকেটার

১ বছরেই অনূর্ধ্ব-১৯ থেকে জাতীয় দলে ৫ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন গত বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দা'ন্ত পারফরম্যান্সের কারণে জাতীয় দলে পেয়েছিলেন ডাক। জাতীয় দলের হয়ে অভিষেক হলেও ভালো পারফর্ম করতে না পারায় দলের বাইরে ছিট'কে যান তিনি।

চলতি বছর দেশের মাটিতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ডাক পান আফিফ। দলে সুযোগ পেয়ে ভালো পারফর্মও করেন তিনি। যার সুবাদে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলেও ডাক পেয়েছেন তিনি।

এদিকে ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলে থাকা ৫ ক্রিকেটার এক বছরের ব্যবধানে জাতীয় দলে ডাক পেয়েছেন। যাদের মধ্যে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব, নাইম শেখ ও আফিফ হোসেন।

অন্যদিকে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন সাইফ হাসান ও নাঈম হাসান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক বছরের ব্যবধানে অনূর্ধ্ব ১৯ দলের এত খেলোয়াড়কে একটি বিদেশ সফরে সুযোগ দেওয়ার নজির খুব কমই রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে