বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ১২:৩৩:২১

বেরিয়ে এল বাফুফে কার্যালয়ে হামলার আসল কারণ

বেরিয়ে এল বাফুফে কার্যালয়ে হামলার আসল কারণ

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন কার্যালয়ে চালানো হয় অতর্কিত হামলা ও ভাঙচুর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়। পাঁচ -থেকে সাতটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার জন্য এরই মধ্যে তদন্ত কমিটি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার আগেই জানা গেল মূল কারন। মঙ্গলবার বাংলাদেশ পুলিশ ও আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যে ফুটবল লড়াই অনুষ্ঠিত হয়। এই লড়াইয়ে ২-৩ গোলে পরাজিত হয় আরামবাগ। ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ আরামবাগ ভক্তদের। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই খেলার পর রেফারির সঙ্গেও খারাপ আচরণ করা হয়। সমর্থকরা রেফারির দিকে ইটপাটকেল ও পানির বোতল ছোড়ে। এতে একজন সহকারী রেফারি আহত হন। এই ঘটনার পর ক্ষুব্ধ সমার্থকরা ওই হামলা চালায়। পরে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনে। চূড়ান্ত রিপোর্টের জন্য শুধু ঘটনাই নয় ম্যাচের নানা দিক নিয়েও এখন তদন্ত করবে গঠিত তদন্ত কমিটি। ২৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে