বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০১৯, ১০:৫১:১৪

রোহিতের ব্যাটিং তান্ডবে সিরিজে সমতায় ফিরলো ভারত

রোহিতের ব্যাটিং তান্ডবে সিরিজে সমতায় ফিরলো ভারত

স্পোর্টস ডেস্ক : দারুণ এক সুযোগ ছিল। জিতলেই সিরিজ নিশ্চিত হতো বাংলাদেশের। কিন্তু রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম আজ যেন রোহিতকেই আপন করে নিলো।

প্রথমে ব্যাট করে ভারতকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। নাইম ও লিটন শুরুটা দুর্দান্ত করলেও বাংলাদেশের মিডিলওর্ডার সেটা টেনে নিয়ে যেতে পারেনি। এই কারণে ১৫৩ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে আ'গ্রা'সী ব্যাটিং শুরু করেছে ভারতের ওপেনিং জুটি। দীর্ঘদিনের অভিজ্ঞ এই জুটিকে সময় মতো ভাঙতে না পারায় ভারতের রানের গতিতে নিয়ন্ত্রণ আনতে পারেনি বাংলাদেশ। 

প্রতিপক্ষ হলেও নিঃসেন্দেহ স্বীকার করতে হবে রোহিত-ধাওয়ান কতটা ভ'য়'ঙ্ক'র হয়ে উঠে। ইতিমধ্য ঘূণিঝড় 'মাহা'র থেকে রক্ষা পেলেও রীতিমত রাজকোটে আজ তান্ডব চালালো রোহিত ঝড়। ৬টি ছক্কা আর ৬টি চারে ৪৩ বলে ৮৫ রানে করে ফেলেন ভারতের 'হিটম্যান'। 

সেই সুবাদে ২৬ বলে বাকি থাকতেই ৮ উইকেটের বড় ব্যবধানে জয় নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরলো ভারত। শেখর ধাওয়া ২৭ বলে ৩১ রান ও শ্রেয়াস আয়ার ১১ বলে ২২ রান করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে