শনিবার, ০৯ নভেম্বর, ২০১৯, ০১:৩০:৫১

চার-ছক্কার বন্যায় টি-টুয়েন্টিতে ৪১১ রান!

চার-ছক্কার বন্যায় টি-টুয়েন্টিতে ৪১১ রান!

স্পোর্টস ডেস্ক : চার-ছক্কার বন্যায় টি-টুয়েন্টিতে ৪১১ রান! দক্ষিণ আফ্রিকান সুপার লিগ বা এমজানসি সুপার লিগ ২০১৯ শুরু হয়েছে। কেপটাউন ও জজি স্টার্সের ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের আসরের। আর প্রথম ম্যাচেই হয়েছে রানের বন্যা। দুই দল মিলে করেছে ৪১১ রান।

কেপ টাউন ব্লিটজ ও জোজি স্টার্সের মধ্যকার ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল কেপ টাউন। এই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নামা কেপটাউন করেছিল ৩ উইকেটে ২১৩ রান। দলের পক্ষে ৫৯ বলে ৯৯ রান করেছেন জানেম্যান মালান। ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। ৯৯ রান করে অপরাজিত থাকেন এই তারকা।

এছাড়া কুইন্টন ডি কক ২১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৫ রান, মঈন আলী ১৭ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৫ রান, লিবিংস্টন ১০ বলে ৩টি ছক্কায় ২১ রান এবং লিন্ডে ১৩ বলে ১টি চার ও ২টি ছক্কায় করেন ২৪ রান।

জবাব দিতে নেমে জোজি স্টার্সের তারকারাও ঝড় তুলেন। তবে সেই ঝড় জয়ের জন্য যথেষ্ট ছিল না। তারা থামে ১৯৮ রানে। দলের পক্ষে ৫৩ বলে ৮০ রান করেন হেনরিকস। ১১টি চার ও একটি ছক্কায় এই রান করেন তিনি।

এদের বাইরে গেইল ১৩ বলে ৪টি চারে ১৭ রান, টিম্বা বাবুমা ১৫ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৮ রান, ভ্যান ডার ধাসেন ২১ বলে ৪টি চারের সাহায্যে ৩১ রান, ক্রিশ্চিয়ান ১২ বলে ১টি চারে ১৩ রান করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে