শনিবার, ০৯ নভেম্বর, ২০১৯, ০৪:৩৫:৫৯

সিরিজ জয়ের লক্ষ্যে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ!

সিরিজ জয়ের লক্ষ্যে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ দল। এই জয়টি ছিল ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম জয়। কিন্তু পরের ম্যাচেই হেরে যায় টাইগাররা।

সিরিজের দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার ৪৩ বলে ৮৫ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় ভারত। এই জয়ের সিরিজে সমতায় ফিরে ভারত। যার ফলে সিরিজের শেষ ম্যাচ সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নিয়েছে।

আগামীকাল ১০ নভেম্বর নাগপুরে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে এক পরিবর্তন। পেসার আল আমিনের জায়গায় দলে জায়গা পেতে পারেন স্পিনার আরাফাত সানি।

প্রথম ম্যাচে ভালো বোলিং করলেও দ্বিতীয় ম্যাচে ভালো পারফর্ম করতে পারেননি আল আমিন। যার ফলে তার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন সানি। অন্যদিকে ভালো পারফর্ম করতে না পারলেও অভিজ্ঞতা ও কন্ডিশনের কারণে টিকে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

অন্যদিকে ফিনিশিংয়ে আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেনের উপরই বিশ্বাস রাখছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। এর ফলে একাদশে আসতে পারে কেবল একটি পরিবর্তন।

বাংলাদেশ সম্ভাব্য একাদশঃ লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার,মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, আরাফাত সানি/আল-আমিন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে