বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০২:৪১:১৫

রোনালদোর বাসভবনের অজানা তথ্য

রোনালদোর বাসভবনের অজানা তথ্য

স্পোর্টস ডেস্ক: বর্তমান সময়ের অন্যতম তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাদো। যার কোটি কোটি ভক্ত সংখ্যা। আপনিও নিশ্চয় তার ভক্ত। কিন্তু আপনি জানেন কি, আপনার প্রিয় এই ফুটবলারের নিজের বাসভবনটি কেমন? না জানলে কোন ক্ষতি নেই, কারণ এই প্রতিবেদনটি পড়লেই তার জানতে পারবেন। রোনালদোর ব্যক্তিগত জীবন মূলথ রাজার মতো। আর রাজার বাড়িতো রাজকীয় হবে এটাই স্বাভাবিক। ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলের রাজা। তার জীবনও রাজকীয়। রোনালদোর জীবন যাপনের একটি ভিডিও টুর প্রকাশ করেছে আনস্ক্রিপ্টেড স্পোর্ট নামের একটি সংস্থা। সেখানেই উঠে এসেছে স্পেনে এই পর্তুগিজের জীবন যাপনের চিত্র। রিয়াল মাদ্রিদের এই মহাতারকা মাদ্রিদ থেকে ১০ কিলোমিটার দূরে লা ফিন্সায় থাকেন। ওটা এলিট এলাকা। যেখানে থাকেন রোনালদোর রিয়াল টিমমেট গ্যারেথ বেল, ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানও। সেখানে ৪৮ লাখ পাউন্ডে কেনা একটি বাড়িতে থাকেন রোনালদো। ৮৬০০ বর্গফুট এলাকায় বাড়ি। এক তলা। রোনালদো নিজেই ভিডিও চিত্রে ঘুরিয়ে ঘুরিয়ে দেখান তার বাসভবন। প্রথমে যান বেডরুমে। মোট আটটি বেডরুম। আছে ট্রফি রুম, বাচ্চাদের খেলার ঘরও। রোনালদোর কাছে শোয়ার ঘরের মূল্যই আলাদা। তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটি। ভালো বিশ্রাম তাকে বিশ্ব পর্যায়ে অসাধারণ পারফর্ম করতে সহায়তা করে। রোনালদো বললেন, "আমি এখানে দিনের অর্ধেক সময় কাটাই। কারণ, শীর্ষ পর্যায়ে ভালো পারফর্ম করতে হলে ভালো বিশ্রামও দরকার।" এরপরের গন্তব্য লিভিং রুম। তার পর রোনালদো তুলে ধরেন ডাইনিং সুবিধার গুরুত্বের কথা। বড় এই রুমের গোল টেবিলটা বড়ই মূল্যবান। রোনালদোর জীবনে আসলে আলাদা মূল্য এই রুমটারই। তার কথাতেই শুনুন, "আমার কাছে দ্বিতীয় বা তৃতীয় গুরুত্বপূর্ণ হলো আমার খাওয়ার জায়গা। এখানেই আমার লাঞ্চ ও ডিনার সারি। বেশিরভাগ সময় আমি বাসায় খাই। আমার পাচক অবিশ্বাস্য রান্না করে। এই কারণেই আমি দেখতে এমন।" নিজের পেটানো অ্যাথলেট শরীর দেখিয়ে বলেন রোনালদো। সব রুম দেখানো শেষে রোনালদোর বাসভবনের সফর শেষ হয় বাগানে এসে। ওখানে একটি সুইমিং পুল আছে। পাশেই ছোটো একটি ফুটবল মাঠ। ৫ বছরের রোনালদো জুনিয়র যেখানে নিজেকে তৈরি করতে পারে! আছে একটি ক্রিসমাস ট্রিও। "এখানেই ক্রিশ্চিয়ানো ফুটবল খেলে। এটাই ওর বাসা। ক্রিসমাস এগিয়ে আসছে বলে আমাদের একটা ক্রিসমাস ট্রিও আছে।" রোনালদো বলছিলেন, "সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। বছরটা শুভ হোক। সুখে থাকুন। আমার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।" গত আগস্টে রোনালাদোর সম্পত্তির পোর্টফোলিওতে যোগ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অ্যাপার্টমেন্ট। নিউ ইয়র্কে ১৮.৫ মিলিয়ন ডলারে তিনি কিনেছেন লাক্সারি অ্যাপার্টমেন্টটি। ফিফথ অ্যাভিনিউর ট্রাম্প টাওয়ারে তার ২৫০৯ বর্গফুটের বাসাটি। ২৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে