বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩৬:১৯

সাফ নিয়ে ভারতে লজ্জাজনক অধ্যায়, শুধু ক্ষোভ আর ক্ষোভ

সাফ নিয়ে ভারতে লজ্জাজনক অধ্যায়,  শুধু ক্ষোভ আর ক্ষোভ

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ বলে পরিচিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে এই আসর। এবারের সাফ নিয়ে নানা অভিযোগ। ম্যাচ শুরুর আগে সাফ নিয়ে ভারতে লজ্জাজনক অধ্যায়, সবার মাঝে ক্ষোভ আর ক্ষোভ। প্র্যাকটিস ভেন্যু থেকে হোটেল, সব দিক দিয়েই চরম অব্যবস্থাপনার অভিযোগ আয়োজক সংগঠকের বিরুদ্ধে৷ ম্যাচ শুরু হওয়ার আগে সাফ নিয়ে এ কেমন খবর! বুধবার তিরুবন্তপুরম স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নেপাল ও শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা সাফের। ম্যাচ শুরু হওয়ার আগেই বেঁধে গেল গণ্ডগোল। ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের সুর তোলে গতবারের চ্যাম্পিয়ন দেশ আফগানিস্তানের কোচ পিটার সেগ্রেট। পরে তাতে সায় দেয় ভারতীয় কোচ। বোকা হয়ে যান আয়োজকরা। আফগানিস্তানের কোচ বলেন, আমি মনে করি, কেউই এ মুহূর্তে খুশি নয়। অবস্থ্যপনার কারণে আমরা অনেক সমস্যায় পরেছি। প্র্যাকটিস ভেন্যু, সময়, অব্যবস্থাপনাসহ অনেক সমস্যাই রয়েছে। স্টেডিয়াম ও হোটেলের অব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ ছাড়েন পিটার। আয়োজক দেশ ভারতের কোচ স্টিভেন কন্সট্যানটিনও একই অভিযোগ করেন। তিনি বলেন, কেউ কোনো দায়িত্ব নিয়ে কাজ করছে না। একটি আন্তর্জাতিক টুর্ণামেন্ট এভাবে হতে পারে না। এ জন্য সাফ কর্তৃপক্ষকে দায়ি করেন তিনি। ২৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে