সোমবার, ১১ নভেম্বর, ২০১৯, ১০:৪৩:৫৭

৫ থেকে ৭ নম্বরে ভয়ঙ্কর এক বিগ হিটার খুঁজে পেল বাংলাদেশ!

৫ থেকে ৭ নম্বরে ভয়ঙ্কর এক বিগ হিটার খুঁজে পেল বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক : সিরিজ জিততে না পারাই শুধু নয়, এবার ভারতের মাটিতে আরও কিছু সত্য বেরিয়ে এসেছে। তা হলো, বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বিশেষ করে মিডল ও লেট অর্ডারে পাওয়ার হিটার নেই। একদম উইকেটে গিয়েই তেড়েফুঁড়ে উইকেটের সামনে ও দু’দিকে বড় শট খেলতে পারেন, চার ও ছক্কায় মাঠে গরম করার পারফরমার খুব কম। নেই বললেই চলে।

আর সে কারণেই দেখা যায়, হাতে উইকেট থাকলেও রান গতি শেষ দিকে বাড়ে না। বা বাড়ানো সম্ভব হয় না। এ কারণেই টিম ম্যানেজমেন্ট ৫ থেকে ৭/৮ নম্বরে অন্তত এক বা দুইজন ফিঞ্চ হিটার খুঁজে বেড়াচ্ছেন। যিনি বা যারা হাত খুলে খেলতে পারেন। শেষ দিকে যে কোন বোলিং শক্তির বিপক্ষে বিগ হিটও নিতে পারেন।

 প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় মিললো তার আভাস। প্রধান নির্বাচক জানালেন, ‘আমাদের ব্যাটি গভীরতা আরও বাড়াতে হবে।’
বাংলাদেশ তো ৮ ব্যাটসম্যান নিয়ে খেলে। তাহলে নতুন ব্যাটিং পারফরমার দিয়ে কি হবে? তারা কি করবেন? এ প্রশ্নের জবাব দিতে গিয়েই আসলে প্রধান নির্বাচক ৫ থেকে ৭ ও ৮ নম্বর পর্যন্ত হার্ড ও ফিঞ্চ হিটার দলভুক্তির প্রয়োজনীয়তা অনুভব করলেন।

তিন বলেন, আমাদের মিডল ও লেট অর্ডারে ৬ থেকে সাত ও আট নম্বরে আরও মেরে খেলার ব্যাটসম্যান দরকার। না হয় টি-টোয়েন্টি ফরম্যাটে শেষ দিকে গিয়ে রানের গতি বাড়ানো ও স্কোরবোর্ড মোটা তাজা করা কঠিন। নান্নু বলেন, আমরা টিম ম্যানেজমেন্টের সাথে বসে ঠিক করবো ওই পজিসনে কাকে সেট করা যায়?

৫ থেকে ৭ নম্বরে ভয়ঙ্কর এক বিগ হিটার খুঁজে পেল বাংলাদেশ! প্রধান নির্বাচক কারো নাম উল্লেখ না করলেও ভাবে মনে হচ্ছে তার চোখ স্থির হয়ে আছে ইয়াসির রাব্বির দিকে। নাইম শেখের মত ওই তরুণও সাহস ও আস্থা ভর করে ‘বিগ হিট’ নিতে পারেন।

আগামীতে বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওই জায়গা ভরাটের চিন্তাই চলছে বেশি। দেখা যাক সেই পজিসনে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা কাকে বেছে নেন?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে