বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৪:৪৭:৫৮

লড়াইয়ে অংশ নিতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার যেসব ক্রিকেটার

লড়াইয়ে অংশ নিতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার যেসব ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ছন্দে ফের কেঁপে উঠবে গোটা বাংলাদেশ। বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। নিজেদের দেশের লড়াই বলে চিন্তা কম নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশে আসার বিষয়টিতে সামনে রেখে প্রস্তুতি সারছেন লঙ্কান ক্রিকেটাররা। শিগগিরই টাইগারদের শহর ঢাকায় উড়ে আসবে তারা। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় আসার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে ব্যস্ত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। চ্যারিস আশুলঙ্কাকে অধিনায়ক ও শাম্মু আসহানকে সহ অধিনায়ক করে দল ঘোষণা দেয়া হয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। অন্যদের মধ্যে শ্রীলঙ্কার দলে রয়েছেন, কেভিন বান্দারা, সালিন্ধু উশান, আবিস্কা ফার্নান্দো, ওয়ানিদু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, চারানা নায়েঙ্কারা, বিশাদ রান্দিকা, লাহিরু সামারাকুন, অসিথা ফার্নানদো, লাহিরু কুমারা, জিহান ড্যানিয়েল, ডামিথা সিলভা ও থিলান নিমেশ। ২০১৬ সালের ২৭ জানুয়ারি শুরু হবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। শ্রীলঙ্কার প্রথম ম্যাচ রয়েছে ২৮ জানুয়ারি। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা। ২৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে