বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩২:০৭

ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিলেন পাক ক্রিকেটার ইউনিস খান

ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিলেন পাক ক্রিকেটার ইউনিস খান

স্পোর্টস ডেস্ক: কিছু দিন আগে শেষ হওয়া ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার নাগপুর টেস্টের উইকেটকে (পিচ) বাজে উইকেট হিসেবে চিহ্নিত করে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনাযক ইউনুস খান। গত ২৫-২৭ নভেম্বরে নিষ্পত্তি হওয়া লো-স্কোরিং ম্যাচে ১২৪ রানের জয় নিয়ে সিরিজও (২-০) নিশ্চিত করে টিম ইন্ডিয়া। নাগপুরে ও পিচ নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়ে ইউনিস খান বলেন, ভারতের পিচ মোটেও ক্রিকেটের জন্য ভাল বিজ্ঞাপন নয়। ভারতের পিচ যদি ভালো হযত তাহলে টেস্ট র‍্যাংকিংয়ের থাকা এক নাম্বার দলকে কখনো হারানো সম্ভব্য হত না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে নাককান মুলে হারিয়েছে ভারত। নাগপুরের বাইশ গজ নিয়ে সমালোচনার ঝড়ও বয়ে গিয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নাগপুরের পিচকে ‘পুওর’ অ্যাখ্যা দিয়েছে। ইউনিস ঘুরিয়ে ভারতকে বলেছেন, সম্প্রতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে যা হয়েছে, তা মোটেও টেস্ট ক্রিকেটের জন্য ভাল মাঠ নয়। এই ধরনের পিচে প্রতিদ্বন্দ্বিতা মোটেও হয় না। তা হলে কি ঘরের মাঠে প্রোটিয়াবাহিনীকে হারানোর কোনও মূল্য নেই? ইউনিসের খোঁচায় কিন্তু সেটাই মনে হচ্ছে। ২৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে