বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩৬:৩৮

জিম্বাবুয়েকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাব

জিম্বাবুয়েকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাব

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়েকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছরের জানুয়ারিতে ঘরের মাঠে জিম্বাবুয়েকে একটি টেস্ট ও তিনটি টি২০ ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। বুধবার ক্রিকেট অপারেশন্সের মিটিং শেষে এমন তথ্য জানান নাঈমুর রহমান দুর্জয়। বিপিএল শেষে বাংলাদেশের মাটিতে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে চায় জিম্বাবুয়ে এমন কথাও জানা গেছে। কিন্তু টি২০ ম্যাচের সংখ্যা কমিয়ে সঙ্গে একটি টেস্ট ম্যাচ খেলতে চাচ্ছে বিসিবি। বোর্ডের কাছে এমন আবেদনই করেছে ক্রিকেট অপারেশন্স কমিটি। জিম্বাবুয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। সেখানে আফগানিস্তানের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে জিম্বাবুয়ে। ২৫ ডিসেম্বর প্রথম ওয়ানডে। টি২০ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ফলে বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ের সিরিজ জানুয়ারির মাঝামাঝি শুরু হতে পারে। তবে এই সিরিজে ভেন্যু পরিবর্তন হতে পারে। সব ম্যাচ অনুষ্ঠিত হতে পারে সিলেট ও খুলনায়। এরপর আগামী জুন-জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে