শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ১০:৩৩:৩০

নবী ৮৪ লাখ, মুশফিক-তামিম ৫০ লাখ

নবী ৮৪ লাখ, মুশফিক-তামিম ৫০ লাখ

স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলকে সামনে রেখেই প্লেয়ার্স ড্রাফট সাজিয়েছে বিসিবি। সেই প্লেয়ার্স ড্রাফটেই বাংলাদেশি ৪ জন খেলোয়াড় আছেন এ প্লাস ক্যাটাগরিতে। এই তালিকায় আছেন ৪ জন। আর বিদেশীদের মাঝে আছেন ১১ জন। এইক্ষেত্রে দেশি ক্রিকেটাররা পাবেন ৫০ লাখ করে। আর বিদেশীরা পাবেন ৮৪ লাখ করে।

দেশিদের মতো বিদেশি ক্রিকেটারদের ভাগ করা হয়েছে ৫টি ক্যাটাগরিতে। মোট ৪৩৯ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে এই তালিকায়। সর্বোচ্চ মূল্যের ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন ১১ জন বিদেশি ক্রিকেটার। এই ১১ জনের প্রত্যেকে পাবেন ১ লাখ ডলার করে। এখানে আছেন শহীদ আফ্রিদি, মোহাম্মদ নবী, শোয়েব মালিক, রাইলি রুশো, গেইল ও ডোয়াইন স্মিথরা। অর্থাৎ এইক্ষেত্রে নবীরা পাবেন ৮৪ লাখ টাকা করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে