শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯, ১২:২২:৪৯

অ্যালিসন ইতিহাসে প্রথম গোলকিপার হিসেবে জিততে পারেন লেভ ইয়াসিন ট্রফি

অ্যালিসন ইতিহাসে প্রথম গোলকিপার হিসেবে জিততে পারেন লেভ ইয়াসিন ট্রফি

স্পোর্টস ডেস্ক: অ্যালিসন ইতিহাসে প্রথম গোলকিপার হিসেবে জিততে পারেন লেভ ইয়াসিন ট্রফি। গোলকিপারদের ব্যালন ডি অর হিসেবে এই ট্রফি মাস খানেক আগেই পরিচয় করিয়ে দিয়েছিল ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ।

লেভ ইয়াসিন। একমাত্র গোলকিপার হিসেবে জিতেছিলেন সর্বোচ্চ ব্যক্তিগত সম্মাননা ব্যালন ডি অর। তারপর দ্বিতীয় কোন গোলকিপার জিততে পারেনি এই ট্রফি। পুরো ক্যারিয়ার জুড়ে ১৫০টির মত পেনাল্টি সেভ করা এই গোলকিপারের নামেই হতে যাচ্ছে একটি ট্রফি। বছর সেরা গোলকিপারের হাতে উঠবে সেই ট্রফি।

গত সেপ্টেম্বরে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছিল। এবারই প্রথমবারের মত কোন গোলকিপারের হাতে উঠবে এই শিরোপা। আর সেই গোলকিপার যে অ্যালিসন হতে যাচ্ছেন সেটা অনেকটাই নিশ্চিত।

প্রসঙ্গত, ফিফা বর্ষসেরা গোলকিপার নির্বাচিত হয়েছিলেন ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন। উয়েফা বর্ষসেরা গোলকিপারও তিনিই। জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন গ্লাভস। কোপা আমেরিকাতেও জিতেছে গোল্ডনে গ্লাভস।

সম্প্রতি ইএসপিএন প্রকাশিত ২০১৯ সালের সেরা গোলকিপারও হয়েছেন অ্যালিসন। সর্বত্রই অ্যালিসনের জয়জয়কার। বছর জুড়ে যার এমন সাফল্য থাকে তাকে তো যেকোন প্রতিযোগিতাতে হিসেবে ধরতেই হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে