সোমবার, ০২ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩৮:৪৭

১৩ বল, ০ রান ও ৬ উইকেট : এমন বোলিং দেখেনি বিশ্ব ক্রিকেট

১৩ বল, ০ রান ও ৬ উইকেট : এমন বোলিং দেখেনি বিশ্ব ক্রিকেট

স্পোর্টস ডেস্ক : মাত্র ১৩ বলে কোনো রান না দিয়ে নেপালের নারী ক্রিকেটার অঞ্জলি চাঁদ যে মালদ্বীপের ৬ উইকেট নিলেন। অঞ্জলির সৌজন্যে এসএ গেমসে মেয়েদের ক্রিকেটের প্রথম ম্যাচেরই জায়গা হলো রেকর্ড বইয়ের পাতায়।

ছেলেদের হোক বা মেয়েদের— আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাস এর চেয়ে ভয়ংকর বোলিং যে আর দেখেনি! ২ ওভার ১ বল করেছেন, ২টি মেডেন, রান দেননি একটিও, উইকেট ছয়টি। ওই ছয় ব্যাটসম্যানের সবাই আউট শূন্য রানে, তিনজনের গোল্ডেন ডাক। শেষ তিন উইকেট নিয়ে হয়েছে হ্যাটট্রিকও।

মালদ্বীপ ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসেছিলেন অঞ্জলি। ততক্ষণেই অবশ্য ১৫ রানে ৪ উইকেট নেই মালদ্বীপের। শেষ পর্যন্ত মালদ্বীপ কত রানে অলআউট হয়েছে জানেন? মাত্র ১৬ রান! নেপাল আবার সে রান পেরিয়ে গেছে মাত্র পাঁচ বলেই।

এসএ গেমসে মালদ্বীপের মেয়েদের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা খেলবেন ৫ ডিসেম্বর। তার আগে কাল শ্রীলঙ্কা ও পরশু নেপালের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে