বুধবার, ০৪ ডিসেম্বর, ২০১৯, ০১:১২:৫৩

চট্টগ্রামের হয়ে বিপিলে খেলতে আসছেন ক্রিস গেইল

চট্টগ্রামের হয়ে বিপিলে খেলতে আসছেন ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বি'ধ্বং'সী ওপেনার ক্রিস গেইলের বিপিএলে খেলা নিয়ে সং'শ'য় সৃষ্টি হয়েছিল। অবশেষে সেই অনিশ্চয়তা দূর হলো। চট্টগ্রাম চ্যা'লে'ঞ্জা'র্সের হয়েই বিশেষ আসরে খেলতে আসছেন তিনি। তবে টুর্নামেন্টের শুরু থেকে তাকে পাচ্ছে না দলটি।

বিপিএল নিলামের শীর্ষ ক্যাটাগরিতে ছিলেন গেইল। প্লেয়ার্স ড্রাফটে বিদেশিদের মধ্যে সবার আগে তাকে দলে টানে চট্টগ্রাম। কিন্তু দক্ষিণ আফ্রিকা ঘরোয়া টি-টোয়েন্টি লিগ শেষে জানান, এতে নিজের নাম দেখে বি'স্মি'ত তিনি! এই বছরের বাকিটা সময় বিশ্রামে থাকবেন ক্যারিবীয় কিংবদন্তি।

তবে বিসিবি দাবি করে, সঠিক প্রক্রিয়া মেনেই গেইলকে এবারের আসরের ড্রাফটে রাখা হয়েছে। তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা। শেষ অবধি তাদের কথায় বাস্তবে ফললো। চট্টগ্রামের হয়েই বাংলাদেশের জমকালো ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বঙ্গবন্ধু বিপিএল মাতাবেন তিনি।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি। তাদের ভাষ্য, দেরিতে হলেও বিপিএলে মাঠে নামবেন গেইল। টুর্নামেন্টে খেলতে তার কখনই আ'প'ত্তি ছিল না।

চট্টগ্রাম চ্যা'লে'ঞ্জা'র্সের ব্যবস্থাপনা পরিচালক কে.এম. রিফাতুজ্জামান বলেন, ৪০ বছর বয়সী গেইলের হ্যামস্ট্রিংয়ে হালকা চো'ট রয়েছে। পুরোপুরি ফিট হয়ে খেলায় ফিরতে কিছুটা সময় লাগবে তার। তবে বিপিএল খেলার ব্যাপারে টি-টোয়েন্টি ফেরিওয়ালা কখনো নারাজ ছিলেন না। আমরা পুরো আসরে তাকে পাব না। কিন্তু পরের দিকে মাঠ মাতাবেন তিনি।

চট্টগ্রামের প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলম বলেন, বাঁহাতি বি'স্ফো'র'ক ব্যাটার গেইলের এজেন্টের সঙ্গে আমাদের সবকিছু চূড়ান্ত হয়েছে। টুকটাক কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। আশা করছি, সেগুলো শি'গ'গির সম্পন্ন হয়ে যাবে।

আগামী ১১ ডিসেম্বর শুরু হবে বিপিএলের সপ্তম আসর। উদ্বোধনী ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যা'লে'ঞ্জা'র্স ও সিলেট থা'ন্ডা'র্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে