বুধবার, ০৪ ডিসেম্বর, ২০১৯, ১১:২৪:০৬

২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৭৪

২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৭৪

স্পোর্টস ডেস্ক: স্বর্ণ পদক ধরে রাখার মিশন আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের। চলতি দক্ষিণ এশিয়ান গেমসের ১৩ তম আসরে ছেলেদের ক্রিকেটে আজ নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এদিকে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে সৌম্য সরকাররা।

ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে সৌম্য-নাঈম শেখ। কিন্তু এক ছয় আর চারটি চার মেরে ২৮ বলে ৩৮ রান নিয়ে রান আউট হয়ে মাঠ ছাড়েন নাঈম শেখ।

এরপর দুই ছয় আর চারটি চার মেরে ৩৩ বলে ৪৬ রানে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন সৌম্য। এরপর ৩৮ বলে তিন ছয় এক চারে ৪৯ রানে আউট হয়ে মাঠ ছাড়েন শান্ত।

নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করে ১৭৪ রান। জয়ের জন্য মালদ্বীপকে করতে হবে ১৭৫ রান।

বাংলাদেশ অ-২৩ একাদশ: সৌম্য সরকার(অধিনায়ক), নাঈম শেখ,নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে