শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ১০:১১:২০

সাধারণ জীবন যাপনে অধিনায়ক মাশরাফি

সাধারণ জীবন যাপনে অধিনায়ক মাশরাফি

স্পোর্টস ডেস্ক : চিরচেনা মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ক্রিকেটের মোড়লদের একের পর এক ধরাশায়ী করেন নড়াইলের মাশরাফি। জন্মস্থানে তিনি যখনই আসেন, তিনি তখন হয়ে যান একেবারে সাধাসিধে একজন মানুষ। যেন গ্রামের মেঠোপথ ধরে ছুটে চলা দুরন্ত কোনো কিশোর থেকে বেড়ে ওঠা কোনো যুবক। যার কাছে কৈশোর আর যুববেলার কোনো ব্যবধান নেই। ছোটবেলা থেকে বেড়ে ওঠা বন্ধুদের সাথে হই-হুল্লোড়ে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সাথেই চলেন মাশরাফি। কথা বলেন সবার সাথে। এখনো বাড়িতে এলে যাদের সঙ্গে আড্ডায় মাতেন, সময় কাটান তাদের মধ্যে রয়েছেন সুমন, রবি, অসিম, মানষ, সাজু ও রাজু। এরা সবাই মাশরাফির অতি কাছের বন্ধু। অবশ্য তাদের জাতি-পেশা কিন্তু ভিন্ন ভিন্ন। কিন্তু মাশরাফি যেন আলাদা মাটি দিয়ে গড়া এক মানুষ। তার কাছে জাত-পাত কোনো ভেদাভেদ নেই। সবার সঙ্গেই পানির মত মিশে যান তিনি। সেই মাশরাফি আজ বিশ্বের বুকে তুলে ধরেছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। মাশরাফি যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ শত শত মাশরাফি ভক্ত আসে ছবি তোলার জন্য। মনের মত কথা বলেন সবার সাথে। কৌশলাদি জিজ্ঞেস করেন। এলাকায় ঘুরে বেড়ান একদম সাধারণ বেশে। বাইক চালাতে গেলেও তেমন সাজগোজ নেই তার। স্যান্ডেল পায়েই বাইক চালাতে দেখা যায় তাকে। ২৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে