শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ১১:২৯:১০

আবারো রাজা হচ্ছেন মোহাম্মদ নবী

আবারো রাজা হচ্ছেন মোহাম্মদ নবী

স্পোর্টস ডেস্ক: গত অক্টোবর মাসে নিজেদের মাটিতে মাঠে আফগানিস্তানদের বিপক্ষে খেলতে গিয়ে ওয়ানডের পর টি-টোয়েন্টির দুইটি সিরিজ হাত ছাড়া হয় জিম্বাবুয়ে ক্রিকেট দলের। আবারও সেদিকে যাচ্ছে। আজ থেকে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই সিরিজ জয়ের কিছুটা বাতাস বয়ে গেলেন মোহাম্মদ নবী বাহিনীর দিকে। শুক্রবার জিম্বাবুয়ে বিপক্ষে পাঁচ ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ৪৯ রানে বিশাল ব্যবধানে জয়ে তুলে নিয়েছেন আফগানরা। শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গ্রায়েম ক্রেমারের ঘূর্ণি জাদুতে মাত্র ১৩১ রানে গুটিয়ে গেছে আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে ৩০ ওভার ৫ বল খেলে সব’কটি উইকেট হারিয়ে মাত্র ৮২ রান সংগ্রহ করতে সক্ষম হন জিম্বাবুয়ে। ফলে প্রথম ম্যাচেই ৪৯ রানে দারুণ জয়ের মুখ দেখেন নবীরা। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ওপেনার নূর আলী জাদরান। এছাড়া দুই অঙ্কের ঘরে রান করেছেন মাত্র দুইজন। মোহাম্মদ নবী ১৭ ও নাজিবুল্লাহ জাদরান ১৬ রান করেছেন। আর জিম্বাবুয়ের পক্ষে গ্রায়েম ক্রেমার একাই নিয়েছেন ৫টি উইকেট। এছাড়া ওয়েলিংটন মাসাকাদজা ১টি, তৌরারি মুজারাবানি ১টি, সিকান্দার রাজা ১টি ও চামু চিবাবা ১টি করে উইকেট নিয়েছেন। জবাবে আফগান পেসার আমির হামজার বোলিং তোপের জন্য উড়ন্ত সূচনা করতে পারেননি জিম্বাবুয়ের ওপেনার দুই ব্যাটসম্যান। দলীয় এক রানের মাথায় শূণ্য রানে আউট হয়ে সাজঘরে ফিরে যান চিবাবার। এরপর কোনো ব্যাটসম্যান বেশীক্ষণ টিকতে পারেন নি। তবে চিগিম্বুরা দলে মধ্যে সর্বোচ্চ ২৮ রান করেছেন। এদিন আফগান দলের পক্ষে একাই নিয়েছেন চারটি উইকেট আমির হামজা। এছাড়া তিনটি উইকেট পেয়েছেন অধিনায়ক নবী এবং দুইটি উইকেট পান আশরাফ। ২৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে