শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৪:৩৯

চোখ বেঁধে ৬ বলে ৫ ছক্কা, সত্য ঘটনা

চোখ বেঁধে ৬ বলে ৫ ছক্কা, সত্য ঘটনা

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট চার- ছক্কার বিশেষ অনুসঙ্গ যা ব্যাটসম্যান হিসেবে সব ক্রিকেটারই করতে চায় না। চার-ছক্কার প্রসঙ্গে আসলে কয়েকজন হার্ডহিটার ব্যাটসম্যানের আলোচনা এসে যায়। তবে চোখ বেঁধে ৬ বলে ৫ ছক্কা, হাকাঁতে পারেননি হার্ডহিটার ক্রিকেটার। এবার এমন একটি সত্য ঘটনার জম্ম দিয়েছেন ক্রিকেটার কেভিন পিটারসেন। তার এই দৃশ্য দেখলে গোটা ক্রিকেটবিশ্ব চমকে উঠবে। অনুশীলনে চোখ বাঁধা এই ছক্কা হাকাঁন তিনি। ক্যারিয়ার জুড়ে নানা প্রতিকূলতার পরও নিজেকে ফিট রেখেছেন ইংলিশ এই ব্যাটসম্যান। তাই এমন অভিনব কায়দায় ছক্কা মেরে দেখিয়ে দিলেন নিজের গুণ। এ ছক্কা হাকাতে তার বিপক্ষে কোনো বোলার বল করতে হয়নি। বলে এসেছে বোলিং মেশিন থেকে। বোলিং মেশিন থেকে করা ছয়টি বলের পাঁচটিতে বিশাল ছক্কা হাঁকান পিটারসেন। একটি বল তো গিয়ে মাঠের বাইরের বিল্ডিংয়ের কাঁচ ভেঙে দেয়। তবে সবচেয়ে চমৎকার ছিল পিটারসেনের প্রিয় ‘রিভার সুইপ’। ডানহাতি এ ব্যাটসম্যান দারুণ ভাবে বাঁ দিকে ঘুরে ছক্কাটি মারেন। ২৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে