মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০, ০৩:০৪:২০

বিপিএলে সেরা বোলিং ফিগার, ফাইনালে উঠে এক টাইগারের প্রশংসা করলেন আমির

 বিপিএলে সেরা বোলিং ফিগার, ফাইনালে উঠে এক টাইগারের প্রশংসা করলেন আমির

স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে ইতিহাস গড়েছেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। ৪ ওভার বল করে ১৭ রান নিয়ে দিয়ে রাজাশাহী রয়্যালসের তুলে নিয়েছেন ৬ উইকেট। যা বিপিএলে সেরা বোলিং ফিগার। অসাধারণ ইনিংস খেলে প্রসংশা করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের।

নিজের এমন বোলিং নিয়ে আমির বলেন, ‘আমার মনে হয় আপনি যখন লাইটের নিচে বোলিং করেন তখন আপনাকে সুইংয়ের সন্ধান করতে হবে। আমি সঠিক জায়গায় বোলিং করছিলাম। তাদের দুই ওপেনারই ভালো ফর্মে ছিলো, তাই আমি ভেবেছিলাম যে যদি দু’জনকেই ফিরিয়ে দিতে পারি তবে আমাদের জয়ের জন্য ভালো সুযোগ হবে।’

বিপিএলে দুর্দান্ত খেলেছেন শান্তু। তাকে দিলেন আমির, ‘সব কৃতিত্ব ব্যাটসম্যানদের দিতে হবে। এমন উইকেটে ব্যাটসম্যানদের রান করাটা সহজ ছিলো না। বোলারদের জন্য সুবিধাজনক ছিলো। যেভাবে খেলেছে, সব কৃতিত্ব শান্তকে দিবো। তবে শেষ পর্যন্ত ভালো ব্যাটিং করেছে। লড়াই করার জন্য ব্যাটসম্যানদের সহযোগিতায় ভালো একটা সংগ্রহ পেয়েছিলাম আমরা।’

দলের ম্যানেজার খঅলেদ মাহমুদ সুজনের প্রশংসা করে আমির বলেন, ‘সুজন ভাই সত্যিকার অর্থেই দারুণ একজন মানুষ। আমি মনে করি বাংলাদেশের সবাই জানে, সুজন ভাই খুব বিনয়ী একজন ব্যক্তিত্ব, অন্তত তার সাথে থেকে আমার এই অভিজ্ঞতাই হয়েছে। তিনি সত্যিই খুব ভালো একজন মানুষ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে