মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০, ০৫:১৩:৪৭

শেখর-রাহুল ফিরতেই ব্যাটিং ধস, অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপে ভারত

শেখর-রাহুল ফিরতেই ব্যাটিং ধস, অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপে ভারত

স্পোর্টস ডেস্ক : প্রথমে ব্যাট করতে নেমে লক্ষ্য ছিল বড় রানের। রোহিত শর্মা তাড়াতাড়ি আউট হলেও ভালই খেলছিলেন শেখর ধাওয়ান ও লোকেশ রাহুল। কিন্তু দু'জন আউট হতেই ধ'স নামল ভারতের ব্যাটিংয়ে। প্রথম ম্যাচেই অজি পেস ও স্পিন আ'ক্র'মণ সামলাতে হিমশিম খাচ্ছেন কোহলিরা।

অনেক দিন পরে ভারতের ওপেনিং জুটিতে ফিরেছিলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। কিন্তু পুরানো ফর্মে ফিরতে পারলেন না তারা। মাত্র ১০ রান করে স্টার্কের বলে আউট হন রোহিত। তারপর পার্টনারশিপ গড়েন ধাওয়ান ও রাহুল। টি-২০ সিরিজের ফর্মই এগিয়ে নিয়ে যেতে থাকেন তারা। 

ধাওয়ান নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন। ১২১ রানের পার্টনারশিপ গড়েন দুই জনে। তারপরেই জোড়া ধা'ক্কা লাগে ভারতীয় ব্যাটিংয়ে। মাত্র ৬ রানের মধ্যে আউট হয়ে যান দু'জনে। রাহুল ৪৭ ও ধাওয়ান ৭৪ করে আ'উট হন। দুই সেট ব্যাটসম্যান আ'উট হতেই চাপে পড়ে যায় ভারত। চার নম্বরে নামা কোহলি বিশেষ কিছু করতে পারেননি। 

জাম্পাকে ছক্কা মা'রার পরের বলেই তার হাতে ক্যাচ দিয়ে ১৬ রানের মাথায় ফিরে যান বিরাট। ডিপেন্ডেবল শ্রেয়স আইয়ারও ৪ রানের মাথায় স্টার্কের শি'কার হন। এই মুহূর্তে ব্যাট করছেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। ৪২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৩ রান ভারতের। পন্থ ২৭ ও জাদেজা ২৫ করে ব্যাট করছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে