মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০, ০৯:৩০:২৯

সাকিবের ১২৪ রানের ইনিংস, লিটন দাসকে নিয়ে ১৮৯ রানের জুটি করে ইতিহাস!

সাকিবের ১২৪ রানের ইনিংস, লিটন দাসকে নিয়ে ১৮৯ রানের জুটি করে ইতিহাস!

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড বিশ্বকাপ দুর্দান্ত কেটেছে বাংলাদেশের সেরা তারকা সাকিব আল হাসানের। ৮ ম্যাচ খেলে ৫টি হাফসেঞ্চুরি ও দুইটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাকিব। অন্য একটি ম্যাচে করেছিলেন ৪১ রান।

৮ ম্যাচ খেলে ৬০৬ রান নিয়ে বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন সাকিব। এবার জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো ২০১৯ সালে ওয়ানডের সেরা ইনিংসগুলো বাছাই করেছে।

১০টি ইনিংসের মধ্যে আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবের ১২৪ রানের ইনিংসটি। তালিকায় সাকিবের ইনিংসটি রাখার পিছনে কারণ হিসেবে ক্রিকইনফো লিখেছে, ‘তিন নম্বরে ব্যাট করতে নেমে বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করার মাধ্যমে বাংলাদেশকে রান তাড়া করে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় এনে দিয়েছিলেন সাকিব আল হাসান। পুরো ইনিংস খেলার সময় ডি/এল মেথডের ব্যাপারেও চিন্তা করতে হয়েছে।’

ক্রিকইনফো আরো লিখেছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বোলাররা তার পাজর বরাবর বাউন্সার করছিল কিন্তু সাকিব অসামান্য দক্ষতায় সেগুলোকে পাল্টা জবাব দিয়েছিল। টন্টনের ছোট বাউন্ডারি, আন্দ্রে রাসেলের অফফর্ম এবং খানিক ভাগ্যের সহায়তায় লিটন দাসকে নিয়ে ১৮৯ রানের জুটি গড়েছিলেন সাকিব। নিজের পুরো ইনিংসে মনোমুগ্ধকর কিছু বাউন্ডারি হাঁকিয়েছিলেন সাকিব। আবার কিছু শটে অল্পের জন্য বেঁচেও গিয়েছিলেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে