শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ১২:৪৫:১১

সেই তিক্ত স্মৃতি আজও তাড়া করে যুবরাজকে

সেই তিক্ত স্মৃতি আজও তাড়া করে যুবরাজকে

স্পোর্টস ডেস্ক : ২০১৪-র টি-২০ বিশ্বকাপ ফাইনালে ২১ বলে ১১ রানের সেই ইনিংস এখনও তাড়া করে বেড়ায় যুবরাজ সিংহকে। ছক্কার রাজার ওই ঢিমে ইনিংস মেনে নিতে পারেননি সমর্থকরা। ওই ম্যাচের পরই জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল ২০১১-র একদিনের বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্টকে। অতীত ঝেড়ে ফেলে ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের জেরে দলে ফিরে এসেছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। কিন্তু টি-২০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতি এখনও দগদগে যুবরাজের মনে। তিনি বলেছেন, গত দেড় বছরে সেই ঘটনা এখনও তার মনে তাজা হয়ে রয়েছে। একইসঙ্গে তিক্ত স্মৃতি ভুলে নিজেকে নতুন করে মেলে ধরার ব্যাপারে আশাবাদী ৩৪ বছরের এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়া সফরে টি-২০ সিরিজে ডাক পেয়েছেন যুবরাজ। এই সিরিজে ভালো পারফর্ম করে আন্তর্জাতিক ক্রিকেটে তার সুদিন ফিরিয়ে আনার ব্যাপারে তিনি আশাবাদী বলেও জানিয়েছেন যুবরাজ। যুবরাজ বলেছেন, ২০১৪ টা একেবারেই ভালো যায়নি। ফাইনালে খুব খারাপ খেলেছিলাম। সেটা আমার এখনও মনে রয়েছে। ফিটনেস, ব্যাটং ও ফিল্ডিংয়ে দক্ষতা বাড়াতে আমাকে খাটতে হয়েছে। গত দেড় বছর ধরে নিজেকে প্রস্তুত করেছি। আগামী মরশুমে এর ফল পাওয়া যাবে বলে আমি আশাবাদী। এই মুহূর্তে যুবরাজের লক্ষ্য আগামী বছর ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা করে নেওয়া। ২৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে