শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ০১:১৩:০০

জটিল সমস্যায় বিপাকে পাকিস্তান ক্রিকেট

জটিল সমস্যায় বিপাকে পাকিস্তান ক্রিকেট

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ আমিরকে নিয়ে উদ্ভূত বিতর্কিত পরিস্থিতি সামাল দিতে আসরে নামলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। নিউজিল্যান্ড সফরের জন্য কন্ডিশনিং ক্যাম্পে আমিরকে ডাকায় ক্যাম্প থেকে সরে দাঁড়িয়েছেন আজহার আলি ও মোহাম্মদ হাফিজ। এই দুই ক্রিকেটারই জানিয়েছিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গেই শুধুমাত্র বিষয়টা নিয়ে আলোচনা করতে রাজি। আমিরকে না সরানো হলে তিনি যে ক্যাম্পে যোগ দেবেন না, তা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন হাফিজ। বিষয়টি নিয়ে শাহরিয়ার খান দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন। আজহার ও হাফিজের সঙ্গেও তিনি কথা বলবেন বলে শাহরিয়ার খান জানিয়েছেন। বৃহস্পতিবার থেকে লাহোরে শুরু হয়েছে পাকিস্তানের কন্ডিশনিং ক্যাম্প। আজহার ও হাফিজ–সহ বেশ কয়েকজন ক্রিকেটার ক্যাম্পে যোগ দেন। বেশ কয়েকজন ক্রিকেটার আবার কয়েদ–ই–আজম ট্রফিতে খেলতে ব্যস্ত থাকায় এখনও ক্যাম্পে যোগ দেননি। বৃহস্পতিবার সকালে আজহার আলি ও হাফিজ আলাদা অনুশীলন করে বেরিয়ে যান। কোচ ওয়াকার ইউনিসকে বলেন, আমির ক্যাম্পে থাকলে তারা আর অনুশীলনে আসবেন না। আজহার ও হাফিজের এই আচরণ খুব একটা ভাল চোখে দেখছেন না শাহরিয়ার খান। তিনি বলেছেন, ‘ওরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার। ওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতেই পারে। কিন্তু আমরা সৌহার্দ্যপূর্ণ আলোচনার ভিত্তিতে দীর্ঘমেয়াদি সমাধান চাইছি। আজহার ও হাফিজের সঙ্গে আবার কথা বলবো।’ বৃহস্পতিবার রাতেই শাহরিয়ারের সঙ্গে দেখা করেন আজহার ও হাফিজ। কিন্তু কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সাবেক ক্রিকেটার, সমালোচক, ধারাভাষ্যকারদের উদ্দেশ্যে এক প্রেস বিবৃতিতে আমিরের পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানানো হয়েছিল। কন্ডিশনিং ক্যাম্পে ডেকে এবং পাকিস্তান সুপার লিগের নিলামের তালিকায় রেখে পাক-বোর্ড বুঝিয়ে দিয়েছে, তারা আমিরের জাতীয় দলে প্রত্যাবর্তনের পক্ষে। পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক মিসবা–উল–হক বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন না। তিনি বলেছেন, ‘এটা কোনও সাধারণ ব্যাপার নয়। সকলের কাছেই বিষয়টা বেশ জটিল। আমিরকে নিয়ে দল যখন খেলবে, সাধারণ মানুষ বিষয়টিকে কীভাবে নেবে জানি না। বোর্ডের কর্তারা এই ব্যাপারে ভাল বলতে পারবে। তবে আমার মনে হয় ক্রিকেটারদের সঙ্গে বসে বোর্ডের বিষয়টি মিটিয়ে নেওয়া উচিত।’ ২৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে